নিলামে উঠছে জবস-এর গাড়ি

একসময় অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর মালিকানায় থাকা একটি বিএমডাব্লিউ জেড৮ গাড়িকে এবার নিলামে উঠানো হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 01:36 PM
Updated : 31 Oct 2017, 01:36 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি-তে গাড়িটির নিলাম করা হবে। গাড়িটি তিন থেকে চার লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে, সে হিসাবে অংকটা জবস ২০০০ সালের অক্টোবরে গাড়িটি যে দামে কিনেছিলেন তার অন্তত দ্বিগুণ হবে। কেনার তিন বছর পর গাড়টি বেচে দিয়েছিলেন জবস। 

ছবি- আরএম সোথবি

গাড়িটা এখনও ক্যালিফোর্নিয়ায় করা পুরানো নিবন্ধনই রয়েছে, ‘জবস স্টিভেন পি.’ নামে এই নিবন্ধন করা হয়েছিল। সেই সঙ্গে এর ডিসপ্লেতে থাকা বিল্ট-ইন আসল মটোরোলা ফ্লিপ ফোনটিই থাকছে।

নিলামকারী প্রতিষ্ঠান আরএম সোথবি’র ওয়েবসাইটে বলা হয়, “মজার ও অবাক না করা বিষয় হচ্ছে, জবস এই মটোরোলা ফোনটি অপছন্দ করতেন বলেই জানা যায়।”

এই গাড়ির বাইরের অংশ ‘টাইটেইনিয়াম’ দিয়ে বানানো আর ভেতরের অংশে ব্যবহার করা হয়েছে কালো চামড়া। এটি এখন পর্যন্ত ১৫,২০০ মাইল চলেছে।

২০০০ সালে গাড়িটি যখন বের করা হয় তখন এর দাম ছিল ১,২৯,০০০ ডলার।