নিজেই ভাষা বানালো ফেইসবুকের এআই
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2017 06:15 PM BdST Updated: 31 Jul 2017 06:15 PM BdST
-
ছবি- রয়টার্স
আগেই দিয়ে রাখা কোড না মেনে নিজস্ব ভাষায় কথা বলা শুরু করেছিল চ্যাটবট, এমন সমস্যার মুখে পড়ার নিজেদের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ফেইসবুক।
এআই নিয়ে মার্কিন প্রকৌশলী ইলন মাস্ক-এর শংকা প্রকাশ আর ফেইসবুক প্রধান জাকারবার্গের সঙ্গে মাস্ক-এর বাক-বিতণ্ডার কিছুদিন পরই এই ঘটনা ঘটল।
‘বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর’ এই এআই ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এ নিয়ে এখন প্রতিষ্ঠানটির গবেষকরা কাজ করছেন।
এ নিয়ে প্রযুক্তি সাইট টেক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, “এআই বিশ্বব্যাপী কম্পিউটারগুলো বন্ধ করে দেওয়া শুরু করেছে বা এ ধরনের কিছু করেছে এমনটা নয়, কিন্তু এটি ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করে দেয় আর নিজের সৃষ্ট একটি ভাষায় কথা বলা শুরু করে।” শুরুতে এআই এজেন্টগুলো ইংরেজি ব্যবহার করে একে অপরের সঙ্গে আলাপ চালায় কিন্তু পরে এগুলো নতুন একটি ভাষা সৃষ্টি করে। নতুন ভাষাটি শুধু এআই এজেন্টগুলোই বুঝতে পারে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
এরপর ফেইসবুক গবেষকরা এআই ব্যবস্থাগুলো বন্ধ করে দিতে বাধ্য হন ও তাদেরকে ইংরেজি আলাপ চালাতে বাধ্য করেন।
চলতি বছর জুনে ফেইসবুক এআই রিসার্চ ল্যাব (এফএআইআর)-এর গবেষকরা দেখেন তারা যখন চ্যাটবটগুলোকে উন্নত করার চেষ্টা করছেন, তখন ‘আলাপচারিতায় ব্যবহৃত এজেন্টগুলো’ তাদের নিজস্ব ভাষা তৈরি করছে। শীঘ্রই বটগুলো স্ক্রিপ্টের ভাষা থেকে সরে যায় ও সম্পূর্ণ নতুন একটি ভাষায় কথা বলা শুরু করে। এই ভাষাটি মানুষের দেওয়া কোনো ইনপুট ছাড়াই তৈরি হয়।
প্রতিবেদনে বলা হয়, “আলাপচারিতা শেখার পর, মেশিন লার্নিং ও উন্নত কৌশলের উপর নির্ভর করা বটগুলো এই আলাপগুলোর ফলাফল আরও উন্নত করতে চেষ্টা চালায়।”
এক সময় বটগুলো এতে দক্ষ হয়ে উঠে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।
আরও খবর-
এআই নিয়ে জাকারবার্গ-এর জ্ঞান সীমিত: মাস্ক
‘মানব সভ্যতা রক্ষায় উচিৎ এআই নিয়ন্ত্রণ’
চার বছরেই মস্তিষ্ক নিয়ন্ত্রিত কম্পিউটার: মাস্ক
এআই সবচেয়ে ভাল, বা সবচেয়ে খারাপ: হকিং
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
-
কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা