শুরু হচ্ছে প্রতিবন্ধীদের আইটি প্রতিযোগিতা ২০১৭
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2017 08:12 PM BdST Updated: 05 May 2017 08:12 PM BdST
-
ছবি- জাতীয় আইটি প্রতিযোগিতা ২০১৭
দ্বিতীয়বারের মতো দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের আইটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), দেশিয় এনজিও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এর সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
৬ মে, শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সারা দেশ থেকে আগত মোট ৮০জন প্রতিযোগী চারটি শ্রেণিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শ্রেণিতেগুলো হচ্ছে- ক. দৃষ্টি প্রতিবন্ধী খ. শারীরিক প্রতিবন্ধী গ. বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং ঘ. নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি)। সবগুলো শ্রেণিতে প্রতিযোগিরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট-এই চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রত্যেক শ্রেণিতে সেরা প্রথম তিনজনকে পুরস্কার হিবেসে অর্থ, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে, এক বিবৃতিতে জানিয়েছে আয়োজকরা।
এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে চারটি শ্রেণির প্রতিটি হতে সেরা তিনজনকে নিয়ে মোট ১২ জন বিজয়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন। এ ১২ জনের মধ্যে মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত চারজন প্রতিযোগীকে নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল গঠন করা হবে ও তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সব অংশগ্রহণকারীকে আইসিটি বিভাগ ও বিসিসি আয়োজিত চাকরি মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
-
কেলেঙ্কারি ধামাচাপার মেইল ভুলে পত্রিকা অফিসে!
-
বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউবি’ দেখালো মার্সেইডিজ-বেঞ্জ
-
হাতের তালু স্ক্যানে মুদি সামগ্রী কিনতে দেবে অ্যামাজন
-
অনলাইন হয়রানি ঠেকাতে নতুন ফিচার ইনস্টাগ্রামে
-
টিকটকের সামনে ঝুলছে বিলিয়ন পাউন্ডের মামলা
-
এক্সবক্স ক্লাউড গেইম এলো পিসি ও অ্যাপল ডিভাইসে
-
মঙ্গলাকাশে উড়ল পৃথিবীর কপ্টার ‘ইনজেনুয়িনিটি’
-
টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন