যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পরিচালন পর্ষদের সদস্য আল গোর তার হাতে থাকা অ্যাপলের মোট শেয়ারের অর্ধেক বুধবার বেচে দিয়েছেন।
Published : 25 Feb 2017, 03:08 PM
তার বিক্রি করা এই শেয়ারের মূল্য ২৯ মিলিয়ন ডলার বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
মার্কিন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র নথি অনুযায়ী, গোর বুধবার ২,১৫,৪৩৭টি শেয়ার বিক্রি করেছেন। এর ফলে বর্তমানে তার হাতে অ্যাপলের ২,৩০,১৩৭টি শেয়ার রয়েছে।
চলতি মাসের শুরুতে তিনি শেয়ার প্রতি ১৩ ডলার মূল্যে ৭০ হাজার শেয়ার কিনে নেন, এরপর সেগুলো বাজার দলে বিক্রি করে দেন, যার ফলে তার ৮০ লাখ ডলার লাভ হয়। এর মানে হচ্ছে এ মাসে তিনি ৩৭.৫ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন।
চলতি মাসে অ্যাপলের শেয়ার মূল্য ইতিহাসের সর্বোচ্চ শীর্ষে উঠে যায়, প্রতি শেয়ারের দাম হয় ১৩৪.৫৪ ডলার।
গোর ২০০৩ সালে অ্যাপলের পরিচালনে পর্ষদে যোগ দেন। এসইসি নথি থেকে দেখা যায়, চলতি মাসের এ বিক্রি ছাড়া আর অন্য কোনো সময় তিনি এত পরিমাণ শেয়ার বিক্রি করেননি।
মঙ্গলবার অ্যাপলের শেয়ারধারীদের বৈঠকে অ্যাপলের পরিচালনা পর্ষদের জন্য পুনরায় নির্বাচন করতে যাচ্ছেন গোর।
এই শেয়ার বিক্রি নিয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।