চীনে ৮৮০ কোটি মার্কিন ডলারের কারখানা তৈরির পরিকল্পনা করছে তাইওয়ানিজ ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন এবং জাপানিজ ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শার্প-এর জয়েন্ট ভেনচার ‘সাকাই ডিসপ্লে প্রোডাক্টস কর্পোরেশন’।
Published : 31 Dec 2016, 04:14 PM
রয়টার্স জানিয়েছে, চীনের কারখানায় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) তৈরির পরিকল্পনা রয়েছে। কারখানাটি তথাকথিত জেন-১০.৫ প্ল্যান্ট হিসেবে তৈরি করা হবে। যেখানে বিশেষ করে বড় আকারের এলসিডি প্রস্তুত করা হবে।
শুক্রবার গুয়ানঝু-তে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষর অনুষ্ঠানে সাকাই ডিসপ্লে প্রোডাক্টস কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় ২০১৯ সালে কারখানাটি চালু করা হবে।
এশিয়াতে বড় পর্দার টেলিভিশন এবং মনিটরের চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বাড়াতে বড় বিনিয়োগের লক্ষ্যে এগোচ্ছে এই প্রতিষ্ঠান।
এ বছর স্যামসাংয়ের একটি কারখানা যা বাজারের তিন শতাংশ এলসিডি সরবরাহ করতো তা বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক এলসিডি বাজারে তার প্রভাব পড়ে। এ ছাড়া মার্চে তাইওয়ানে ভূমিকম্পের ফলে একটি কারখানার উৎপাদন থেমে যাওয়ার কারণেও বাজারে এর বিরূপ প্রভাব পড়ে।
আগের বছর ডিসেম্বরে হেফেই-তে নিজেদের জেন-১০.৫ কারখানা তৈরির কাজ শুরু করে এলসিডি প্যানেল নির্মাতা সবচেয়ে বড় চীনা প্রতিষ্ঠান ‘বিওই টেকনোলজি গ্রুপ’। ২০১৮ সালে এই কারখানায় উৎপাদন চালু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া চলতি বছর মে মাসে দেশটিতে পাঁচ হাজার কোটি ইউয়ান মূল্যের এলসিডি প্ল্যান্ট তৈরির ঘোষণা দিয়েছে আরেক চীনা ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল কর্পোরেশন-এর সহায়ক প্রতিষ্ঠান ‘শেনজেন চায়না অপ্টোইলেক্ট্রনিকস টেকনোলজি কর্পোরেশন’।