জ্যোতির্বিজ্ঞানের আগ্রহ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘ন্যাশনাল স্পেস কার্নিভাল ২০১৬ আয়োজন করতে যাচ্ছে ডিজায়ার গ্ল্যান্স ইনকর্পোরেশন।
Published : 24 Dec 2016, 07:04 PM
আয়োজকরা জানান, সিলেট, রাজশাহী এবং চট্রগ্রাম-এর আয়োজন এরপর এবার আয়োজন করা হচ্ছে ঢাকায়। ডিজায়ার গ্ল্যান্স এইআয়োজনের সঙ্গে এই প্রথমবার যুক্ত হয়েছে।
চলতি মাসের ৩০ তারিখ ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হবে দিনব্যাপী এই মহাকাশ উৎসব। অলিম্পিয়াড, বিতর্ক, কুইজ, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, গল্প লেখা, আকাশ পর্যবেক্ষণ, ডকুমেন্টারি, ওয়ার্কশপ, ফটোগ্রাফি, স্পেস ক্রাফট মডেল মেকিংসহ থাকবে আরও জ্যোতির্বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রযুক্তি পাতা এই আয়োজনে অন্যতম অংশীদার।
২৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে যে কোনো শিক্ষার্থী তার ক্যাটেগরি অনুযায়ী এক বা একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।