লাইফটাইমের জন্য সীমিত সংখ্যক এনক্রিপ্টেড অ্যাকাউন্ট দিচ্ছে এনক্রিপটেড ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান প্রটোনমেইল।
Published : 26 Nov 2016, 07:29 PM
ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডে’র বিশেষ অফার হিসেবে ৫০ টি লাইফটাইম অ্যাকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে অ্যাকাউন্টগুলোতে ভিশনারি অ্যাকাউন্টের সব সুবিধাই পাওয়া যাবে তবে সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। এ ধরনের একটি অ্যাকাউন্টের জন্য গ্রাহককে ছয় বছরের জন্য ১৩৩৭ ইউরো প্রদান করতে হবে বলে জানানো হয়েছে।
২০১৩ সালে প্রোটনমেইল প্রতিষ্ঠা করে সার্ন। ২০১৪ সালে এর বেটা সংস্করণ উন্মোচন করা হয়। মূলত শক্তিশালী এনক্রিপশনের জন্যই পরিচিতি পায় জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান প্রোটনমেইল। প্রতিষ্ঠানের সেবাকে ‘এনএসএ-প্রুফ’ বলা হয়েছে।
বেটা সংস্করণ উন্মোচনের পরই ২৫ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুর দিকে পুরোপুরিভাবে সেবা চালু করা হয়, জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন। সেবার বিষয়ে প্রতিষ্ঠানটির মূল অঙ্গীকার হচ্ছে, গ্রাহকের কাছ থেকেই সব ডেটা সংকেতায়িত হয়ে মেইল সার্ভারে যাবে।
প্রাথমিকভাবে বিনামূল্যের অ্যাকাউন্ট দিলেও তার সীমাবদ্ধতা রয়েছে। সে ক্ষেত্রে প্রটোনমেইল প্লাস বা প্রোটনমেইল ভিশনারি অ্যাকাউন্টে আপগ্রেড করতে পারবেন গ্রাহক। আর সেজন্য বছর বা মাস হিসেবে মূল্য দিতে হবে গ্রাহককে।
আপাতত ৫০টি লাইফটাইম অ্যাকাউন্ট দেওয়া হলেও ভবিষ্যতে আরও এ ধরনের অ্যাকাউন্ট চালু করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “ভবিষ্যতে আমরা আরও লাইফটাইম অ্যাকাউন্ট চালু করতে পারি তবে সেগুলো নিশ্চিতভাবেই আরও দামি হবে।”