ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভুয়া খবর ছড়ানোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যোগাযোগের মাধ্যমে ভুয়া খবর প্রকাশে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
Published : 08 Nov 2016, 01:35 PM
০৭ অক্টোবর ইউনিভার্সিটি অফ মিশিগান-এ হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় এর সমালোচনা করেন তিনি। বক্তৃতায় তিনি জানান কিভাবে "উন্মাদ ষড়যন্ত্র তত্ত্ব" সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ছে।
ওবামা বলেন, "মানুষ যদি যথেষ্টভাবে বার বার আক্রমণ করেন এবং বার বার মিথ্যা উপস্থাপণ করেন সেটি যতক্ষণ ফেইসবুকে থাকে মানুষ সেটি দেখতে পায়, এটি যতক্ষণ সামাজিক মাধ্যমগুলোতে থাকে মানুষ সেগুলো বিশ্বাস করতে শুরু করেন। এবং এটি আজেবাজে কথার ধূলো মেঘ তৈরি করে।"
সম্প্রতি বাজফিড-এর এক তদন্তে দেখা গেছে বৃহৎ তিনটি ডানপন্থি রাজনৈতিক পেইজ থেকে ফেইসবুকে যে খবর প্রকাশ করা হয় তার ৩৮ শতাংশ ক্ষেত্রেই সেগুলো "মিথ্যা অথবা বিভ্রান্তিকর তথ্য"। আর তিনটি বৃহৎ বামপন্থি রাজনৈতিক পেইজের ২০ শতাংশ পোস্ট ভুয়া।
ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে আরও ভালো ফিল্টার আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।