বাচ্চাদের দুর্বল পেশীর নড়াচড়ায় সহায়তা করতে 'ভিগর' নামে নতুন একটি ডিভাইস তৈরি করা হয়েছে। এই ডিভাইসটি শিশুদের পুষ্টিহীন পেশীর মত দূর্বল পেশী নড়াচড়া করতে সাহায্য করবে।
Published : 04 Sep 2016, 04:44 PM
'ভিগর' ডিভাইসটি দুর্বল পেশী নড়াচড়া করতে বাড়তি শক্তির যোগান দেয়। এর ফলে বাচ্চারা সামান্য একটু শক্তি দিয়েই তাদের কব্জি ভাঁজ করার মত কাজগুলো করতে পারবে বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা।
ডিভাইসটি ডিজাইন করেছেন জিনইয়াং ট্যান নামের এক ব্যক্তি, যিনি লন্ডনের রয়াল কলেজ অফ আর্ট থেকে স্নাতক পাশ করেছেন। ট্যান নিজেও 'মস্তিষ্ক পক্ষঘাত' রোগ নিয়ে জন্মগ্রহণ করেন। তাই পুষ্টিহীন পেশী নড়াচড়ার যন্ত্রণা তিনি বুঝতে পারেন বলে জানানো হয়।
"ব্যবহারকারীর যেটি করতে হবে সেটি হলো তাকে সামান্য শক্তি প্রয়োগ করতে হবে, এটি বাচ্চাদের নড়াচড়া সম্পূর্ণ করতে বাড়তি বল যোগান দেবে", বলেন ট্যান।
'ভিগর' ডিভাইসটি ব্যবহারকারীর হাত এবং কনুইয়ের উপর দিয়ে পরিধান করা থাকে। এর সঙ্গে যুক্ত থাকা সেন্সরগুলো পেশীর সিগনাল শনাক্ত করে বুঝতে পারে ব্যবহারকারী কি করতে চাচ্ছেন। এরপর সেটি সহায়ক প্রযুক্তিতে সিগনাল প্রদান করে এবং এটি সেই মোতাবেক পেশীর নড়াচড়ায় সাহাযা করে।
ট্যান আরও বলেন,"পুষ্টিহীন পেশীর মত রোগগুলো বাড়তে থাকে, যার ফলে লক্ষণগুলো আরও খারাপ হতে থাকে। পেশীগুলো আরও দুর্বল হতে থাকে"
তাই তিনি লক্ষ্য করেন বাচ্চারা যদি ডিভাইসটির মাধ্যমে পেশীর ব্যায়াম করে তবে সেগুলো শক্তিশালী এবং আরও কার্যকরী হয়ে উঠে। এ সকল রোগের কোনো চিকিৎসা নেই তবে শারীরিক কার্যাবলীর দ্বারা এগুলোর উন্নতি করা যেতে পারে। 'ভিগর' এ সকল বাচ্চাকে খাওয়া দাওয়া এবং কম্পিউটারের মাউস নড়ানোর মতো কাজগুলো করতে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।