অ্যান্ড্রয়েডে যে কোনো অ্যাপের ‘থিমড’ আইকন বানাবেন যেভাবে

বিভিন্ন আইকন মজাদার ও চমকপ্রদ হিসেবে বিবেচিত হলেও এখনও অনেক অ্যাপের থিমযুক্ত আইকন ভ্যারিয়েন্ট নেই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2023, 10:24 AM
Updated : 4 March 2023, 10:24 AM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন থিমযুক্ত আইকন মনে করিয়ে দেয় বিভিন্ন আইকন প্যাক ব্যবহারের দিনগুলোর কথা। আর এগুলোতে কখনও কখনও অগোছালো কাস্টমাইজেশনের মতো সমস্যাও দেখা দিতো।

এইসব আইকন মজাদার ও চমকপ্রদ হিসেবে বিবেচিত হলেও এখনও অনেক অ্যাপের থিমযুক্ত আইকন ভ্যারিয়েন্ট নেই। তবে, নিম্নে উল্লেখিত নির্দেশিকার মাধ্যমে মাত্র এক মিনিটেরও কম সময়ে যে কোনো অ্যাপের ‘থিমড’ আইকন বানানোর পথ দেখিয়েছে ৯টু৫গুগল।

‘থিমড’ আইকন বানাবেন যেভাবে

প্রথমেই আপনার ডিভাইসে ‘শর্টকাট মেকার’ নামের অ্যাপটি ইনস্টল করুন। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি খুঁজলেই পাওয়া যাবে।

  • আপনার হোম স্ক্রিন দীর্ঘ চেপে রাখুন ও ‘উইজেটস’ অপশন বাছাই করুন।

  • নীচে স্ক্রল করে ‘শর্টকাট মেকার’ অ্যাপটি খুঁজে বের করুন। ‘শর্টকাট (স্ট্যান্ডার্ড) টেনে নিয়ে আসুন আপনার হোম স্ক্রিনে।

  • ‘অ্যাপ’ বাছাই করুন।

  • থিমযুক্ত আইকন বানাতে চাওয়া অ্যাপটি খুঁজুন।

  • আইকনে চাপ দিন।

  • ‘থিমড’ অপশন বাছাই করুন ও পছন্দের ‘কালার প্যালেট’ নির্ধারণ করুন।

  • মাইনাস বাটনে চাপ দিয়ে আইকনের আকার ৯০ থেকে ৯৫ শতাংশের মধ্যে নিন।

  • ‘চেকমার্ক’ অপশন চাপুন।

একবার এই কার্যক্রম শেষ হলে, আপনি একটি ব্যবহারযোগ্য পরিষ্কার থিমযুক্ত আইকন পাবেন।

আপনি অ্যাপ থেকেও শর্টকাট তৈরি করতে পারেন। তবে, অ্যাপের মাধ্যমে বানানো শর্টকাট ও উইজেটের পাশে একটি ছোট শর্টকাট আইকন দেখা যাবে, যা আপনার পছন্দসই অ্যাপের চেহারা নাও দেখাতে পারে।

প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, শর্টকাট মেকার এমন এক অনুদান ভিত্তিক অ্যাপ, যা আপনার হোম স্ক্রিনকে সম্পূর্ণ করে। বিশেষ করে, আপনি যদি অ্যাপ নির্মাতাদের থিম তৈরির জন্য অপেক্ষা করে থাকেন।

এই প্রক্রিয়া অত্যন্ত সহজ। আর আপনার যে কোনো অ্যাপেই এটি করা যাবে।

আইকন প্যাকের ব্যবহার

বিকল্প উপায় হিসেবে, আপনি গুগল প্লে স্টোরের বিভিন্ন আইকন প্যাক ব্যবহার করতে পারেন। ৯টু৫গুগল অবশ্য ‘ম্যাটেরিয়াল ইউ ডাইনামিক আইকন প্যাক’ ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যা খুঁজে পাওয়া ও ইনস্টল করা তুলনামূলক সহজ।

একবার ইনস্টল হলে, আপনি নিজের বিদ্যমান সেটআপে এটি যুক্ত করতে পারবেন। তবে, যুক্ত করা হয়নি বা সমর্থন করে না আপনার সিস্টেমে বিদ্যমান বিভিন্ন এমন আইকন বাতিল করে দেবে এটি।