‘সাইডলোডিং’ নামে পরিচিত এক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা টিকটক ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টল করতে পারবেন অ্যাপটি।
Published : 11 Feb 2025, 04:11 PM
যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে অ্যাপ ডাউনলোডের যে মার্কিন নিষেধাজ্ঞা তা এড়ানোর উপায় খুঁজে পেয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।
আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা এর অ্যালগরিদমের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতে টিকটক ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় চীনা মালিকানাধীন অ্যাপটি জানুয়ারিতে নিষিদ্ধ হয় যুক্তরাষ্ট্রে। তবে এসব অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করেছে টিকটক।
২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে এ নিষেধাজ্ঞা বিলম্বিত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে অ্যাপল ও গুগল অ্যাপ স্টোরে এখনও নেই টিকটক অ্যাপটি।
যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারী টিকটক ব্যবহার করেন। এখন গুগলের প্লে স্টোর ছাড়াই অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটি ডাউনলোড ও আপডেট করা যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
‘সাইডলোডিং’ নামে পরিচিত এক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা টিকটক ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টল করতে পারবেন অ্যাপটি। সাইডলোড বলতে অ্যাপ স্টোরের বাইরে কোনো ডেভেলপারের ওয়েব থেকে পাওয়া যায় বা অনুমোদিত নয় এমন অ্যাপ ইনস্টল করাকে বোঝায়।
“অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট সবার হাতের নাগালে আনার মাধ্যমে আমাদের কমিউনিটির জন্য টিকটক ব্যবহার চালিয়ে যাওয়ার বিভিন্ন উপায় বাড়ানোর চেষ্টা করছি আমরা। যাতে মার্কিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আমাদের অ্যাপটি ডাউনলোড করতে ও প্রোফাইল তৈরি, এক্সপ্লোর এবং এর মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন,” এক এক্স পোস্টে লিখেছে টিকটক।
আইফোন বা আইপ্যাডে এ সাইডলোড প্রক্রিয়া ব্যবহারের সুযোগ দেয় না অ্যাপল। তবে, অ্যাপলের এসব ডিভাইসে ওয়েব ব্রাউজারে চলা টিকটক এখনও পাওয়া যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতা খুঁজতে এপ্রিল পর্যন্ত সময় পাবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।
যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিতে একটি চুক্তির মধ্যস্থতা করার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।