“কোম্পানির সঙ্গে শিল্পীদের চুক্তি পরিচালনা, এআই-এর প্রতি দৃষ্টিভঙ্গি এবং ভোক্তাদের প্রতি স্পষ্ট অবহেলার কারণেই ডিজনি আমাদের লক্ষ্য ছিল।” – বলেছে হ্যাকাররা।
Published : 17 Jul 2024, 05:53 PM
মিডিয়া জায়ান্ট ডিজনির অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য চুরি করেছে এক দল হ্যাকার। আর কোম্পানিটি নিশ্চিত করেছে, এ নিয়ে তদন্ত চলমান রয়েছে।
অন্যদিকে হ্যাকার দলটির দাবি, তারা হ্যাকিংয়ের মাধ্যমে শিল্পীদের অধিকার রক্ষা করছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
নালবুলজ নামের হ্যাকার দলটি বলেছে, তারা ডিজনি কর্মীদের হাজার হাজার মেসেজ ও প্রতিটি সম্ভাব্য ফাইল ডাউনলোড করেছে।
এ মিডিয়া জায়ান্টের জন্য চুরি হওয়ার তথ্য বাণিজ্যিকভাবে কতটা সংবেদনশীল তা স্পষ্ট না হলেও, এসব তথ্যে কোম্পানির আসন্ন প্রকল্প ও কাজের বার্তা রয়েছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
“ডিজনি এই বিষয়টি তদন্ত করছে।” — ইমেইলের মাধ্যমে বিবিসিকে জানিয়েছেন কোম্পানির এক মুখপাত্র।
নালবুলজ-এর ওয়েবসাইট বলছে, দলটি এমন কোম্পানিকে লক্ষবস্তু করে যারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি কনটেন্ট ব্যবহার করে সৃজনশীল শিল্পের ক্ষতি করে বলে তারা বিশ্বাস করে। দলটি একে “চুরি” হিসেবে বর্ণনা করে।
বিবিসি হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করেছে, যারা নিজেদের রাশিয়ার বলে দাবি করছে। হ্যাকাররা বলেছে, তারা ডিজনির ভেতরকার একজনকে ব্যবহার করেই কোম্পানির অভ্যন্তরীণ ‘স্ল্যাক মেসেজিং’ ব্যবস্থায় ঢুকেছে।
তবে, চুরি যাওয়া তথ্যের সত্যতা যাচাই করার জন্য বিবিসি নমুনা চাইলে হ্যাকাররা কোনো সাড়া দেয়নি। অর্থাৎ, বিশাল এ তথ্য চুরির ঘটনার সত্যতা বিবিসি স্বাধীনভাবে মূল্যায়ন করতে পারেনি।
“কোম্পানির সঙ্গে শিল্পীদের চুক্তি পরিচালনা, এআই-এর প্রতি দৃষ্টিভঙ্গি এবং ভোক্তাদের প্রতি স্পষ্ট অবহেলার কারণেই ডিজনি আমাদের লক্ষ্য ছিল।” – বলেছে হ্যাকাররা।
তবে, তারা যে নৈতিক এজেন্ডাওয়ালা “রাশিয়ান হ্যাকটিভিস্ট”, হ্যাকারদের এমন দাবিকে ‘অস্বাভাবিক’ বলে প্রতিবেদনে আখ্যা দিয়েছে বিবিসি। রাশিয়াসহ বেশিরভাগ জায়গার সাইবার অপরাধীরা চাঁদাবাজি করে অর্থ উপার্জনের লক্ষ্যেই আক্রমণ করে থাকে।
এআই-এর বিস্তার
এ ফাঁসটি প্রথম ‘গেইমিং প্রেস’-এ রিপোর্ট করা হয়েছিল, যা পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নাল তুলে ধরে। ফাঁস হওয়ার তথ্যের মধ্যে বিজ্ঞাপনী প্রচারণা ও সাক্ষাৎকার প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য ছিল। আর এর মধ্যে কিছু তথ্য ২০১৯ সালেরও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
বিভিন্ন শিল্পী ও অন্যান্য সৃজনশীল কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে জেনারেটিভ এআই-এর দ্রুত বিস্তার তাদের কাজের পরিবেশ ও জীবিকার ক্ষতি করবে।
জেনারেটিভ এআই-কে লেখা, ছবি, গান ও ভিডিওসহ বিভিন্ন কনটেন্টের বিশাল অংশের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে এটি এমন মানের নতুন কাজ তৈরি করতে পারে যা মানুষের তৈরি কাজের থেকে আলাদা করা কঠিন হতে পারে।
কিছু শিল্পী ও লেখক দাবি করেছেন, এআই কোম্পানিগুলো তাদের এআই টুলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মৌলিক কাজ ব্যবহার করে কপিরাইট আইন লঙ্ঘন করেছে।
শিল্পীদের অধিকার রক্ষা করা ও তাদের কাজের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করা একটি হ্যাকটিউভিস্ট গ্রুপ হিসেবে নিজেদের বর্ণনা করে নালবাজ।
“আমাদের হ্যাকিং বিদ্বেষের জন্য নয়, যারা চুরি করতে গিয়ে ধরা পড়ে তাদের শাস্তি দেওয়ার জন্য।” – নিজেদের ওয়েবসাইটে লিখেছে তারা।
“ডিজিটাল যুগে শিল্পীদের অধিকার ও কাজ রক্ষা করে এমন সমাধান তৈরিতে এবং বাস্তবায়নে আমরা অক্লান্ত পরিশ্রম করব।”
ওয়াল্ট ডিজনি কোম্পানির ব্যবসা সিনেমা তৈরি, স্ট্রিমিং পরিষেবা ডিজনিপ্লাস ও হুলু থেকে শুরু করে ভিডিও গেইমস এবং থিম পার্ক সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। পাশাপাশি, অত্যন্ত সফল মার্ভেল ও স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজিরও মালিক কোম্পানিটি।