নিয়মগুলো গেইমিং খাতের জন্য ধাক্কা হিসেবে এলেও তরুণদের মধ্যে ইন্টারনেট ও গেইমিং আসক্তির পাশাপাশি চোখের রোগ ‘মায়োপিয়া’ মোকাবেলায় কর্তৃপক্ষের প্রচেষ্টার অংশ ছিল।
Published : 27 Dec 2023, 03:43 PM
ভিডিও গেইমের খরচ নিয়ন্ত্রণে প্রস্তাবিত নিয়মগুলো শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে চীনা নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার এ প্রতিশ্রুতি দেওয়ার পর দিন খানিকটা চাঙা হয়েছে শেয়ারবাজারে বিশ্বের শীর্ষ গেইমিং কোম্পানি টেনসেন্ট হোল্ডিংয়ের অবস্থান।
ভিডিও গেইমকে উৎসাহিত করে এমন সকল খরচ ও পুরস্কারে নিষেধাজ্ঞা দিয়ে গত শুক্রবার খসড়া কিছু নিয়ম প্রকাশ করেছিল দেশটি। এর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাগুলো চীনের গেইমিং খাতে ফের কঠোর সব ব্যবস্থা নিতে যাচ্ছে এমন শঙ্কা তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
তবে শেয়ার দরের নাটকীয় পতনের পর পর চীনের ভিডিও গেইম নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল প্রেস অ্যান্ড পাব্লিকেশন অ্যাডমিনিস্ট্রেশন’ সমঝোতার সুরে বলেছে- তারা জনসাধারণের মতামতকে ‘আন্তরিকভাবে পর্যবেক্ষণ’ করে নিয়মগুলোয় প্রয়োজনীয় পরিবর্তন আনবে। এর পরপরই সংস্থটি ডিসেম্বরের জন্য ১০৫টি আঞ্চলিক অনলাইন গেইমের লাইসেন্স দিয়েছে, যা অন্যান্য মাসে দেওয়া গড় সংখ্যার চেয়ে বেশি।
পরিবর্তনের এই প্রতিশ্রুতির পরও ভয় পুরোপুরি কাটেনি বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদন। ক্লায়েন্টদের উদ্দেশ্যে দেওয়া একটি নোটে বিনিয়োগ কোম্পানি নোমুরার বিশ্লেষকরা বলছেন, “আমরা বিশ্বাস করি এই ব্যবস্থাগুলো বাজারের উদ্বেগ কিছুটা কমাতে পারলেও খসড়া নিয়মের কারণে সৃষ্ট সমস্যা দূর করার জন্য যথেষ্ট নয়।”
২০২১ ও ২০২২ সালে কঠোর সব ব্যস্থার মুখোমুখি হওয়া বিশ্বের সবচেয়ে বড় গেইমিং খাত এসব নিয়ম প্রকাশের আগে ফের ফুলেফেঁপে উঠতে শুরু করেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
নিয়মের খসড়া প্রকাশের পর টেনসেন্ট-এর শেয়ার দর কমেছিলো ১২ শতাংশ। আয়ের পাঁচ ভাগই অনলাইন গেইম থেকে আসা এ কোম্পানির শেয়ার দর নিয়ম শিথিলের প্রতিশ্রুতির পর বেড়েছে ৫ শতাংশ।
টেনসেন্টের প্রতিদ্বন্দ্বী নেটইজ-এর শেয়ার মূল্য কমে গিয়েছিল ২৫ শতাংশ, সে তুলনায় তাদের শেয়ার মূল্য বেড়েছে ১০ শতাংশ। পাশাপাশি, সোমবার থেকে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রফট’ নির্মাতা ব্লিজার্ডের সঙ্গে ফের অংশীদারিত্বের বিষয়ে আলোচনা শুরু করেছে। এক বছর আগে হঠাৎ করেই আলাদা হয়ে যায় কোম্পানি দুটি।
এ মাসের শুরুতে কোম্পানিটির চীনা অঙ্গ প্রতিষ্ঠান ‘ব্লিজার্ড চীন’ একটি পোস্ট প্রকাশ করে বলেছে তারা দেশে গেইমটির পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য চীনের প্রকাশনা সহযোগীদের সঙ্গে আলোচনায় রয়েছে।
এ প্রসঙ্গে আঞ্চলিক গেইম থেকে ৮০ শতাংশ আয় করা কোম্পানি নেটইজ, এবং ব্লিজার্ড কোন মন্তব্য করতে রাজি হয়নি।
চীনা প্রশাসন প্রস্তাবিত নিয়মগুলো সম্পর্কে জনসাধারণের মতামত নেবে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত। নিয়মগুলো অনলাইন গেইমে খেলোয়াড়দের খরচের সীমা নির্ধারণ করে দেবে। প্রতিদিন গেইমে প্রবেশের জন্য, প্রথমবারের মতো গেইমে খরচ করলে বা ক্রমাগতভাবে গেইমে খরচ করলে যদি গেইমগুলো খেলোয়াড়দের পুরস্কৃত করে, তবে গেইমগুলো নিষিদ্ধ করা হবে। আর এসব পুরস্কারই প্রায় সব অনলাইন গেইমের খেলোয়ার আকর্ষণ ও আয়ের প্রধান পদ্ধতি।
নিয়মগুলো গেইমিং খাত ও বিনিয়োগকারীদের জন্য ধাক্কা হিসেবে এলেও তরুণদের মধ্যে ইন্টারনেট ও গেইমিং আসক্তির পাশাপাশি চোখের রোগ ‘মায়োপিয়া’ মোকাবেলায় চীনা কর্তৃপক্ষের প্রচেষ্টার অংশ ছিল।
২০২১ সালে চীনা সরকার অপ্রাপ্তবয়ষ্ক গেইমারদের ওপরে কারফিউ জারি করেছিল। পাশাপাশি, চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা ১৮ বছরের কম বয়সী গেইমারদের জন্য দিনে ২ ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল। এ ছাড়াও, গেইম আসক্তির কথা উল্লেখ করে প্রায় ৮ মাস ধরে নতুন গেইম অনুমোদন স্থগিত করেছিল দেশটি।
তবে, চীনের মূল ভূখণ্ডের বাজারে গেইমিং শেয়ার লেনদেনে এ খাতের ছোট খেলোয়াড়রা কম লাভ করেছে। উদাহরণ হিসেবে ‘দ্য অ্যানিমে কমিক গেইম ইনডেক্স’ এর শেয়ার মূল্য শেষ তিন সেশনে ১৫ শতাংশ কমার পরে গত বুধবার বেড়েছে মোটে শূন্য দশমিক ৪ শতাংশ।
বেশ কয়েকটি কোম্পানি এই সপ্তাহে ‘শেয়ার বাইব্যাক’ বা নিজের শেয়ার নিজেই কিনে নেওয়ার ঘোষণা করেছে। এ পরিকল্পনাকে বিনিয়োগকারীদের আশ্বস্ত করার প্রয়াস হিসাবে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। তবে, এর মাধ্যমে শেয়ার মূল্য বাড়ানোর ওপর সামান্য প্রভাব রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।