পাশাপাশি, চিপে থাকা ‘ডাইনামিক টোন ম্যাপিং প্রো’ প্রযুক্তির মাধ্যমে আরও বাস্তবসম্মত ‘৩ডি’ ছবি দেখানোর প্রতিশ্রুতিও দিয়েছে এলজি।
Published : 04 Jan 2024, 06:32 PM
‘সিইএস’ আয়োজন শুরুর আগেই নিজেদের ওলেড টিভি’র নতুন লাইনআপ ঘোষণা করেছে কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক জায়ান্ট এলজি। আর এতে যুক্ত রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাওয়ালা প্রসেসর।
আগামী সপ্তাহে লাস ভেগাসে শুরু হচ্ছে এবারের ‘কনজিউমার ইলেক্ট্রনিক শো’ বা ‘সিইএস’ আয়োজনটি, যেখানে এলজি’র মূল টিভি মডেল ‘ওলেড এম৪’ ও ‘ওলেড জি৪’-এর নতুন সংস্করণ দেখা যাবে। ডিভাইসগুলোতে নতুন এআই প্রসেসর আপডেট করায় গত বছরের মডেলের চেয়ে এবারের মডেলগুলোর কার্যকারিতে বেড়েছে চার গুন।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলছে, ‘আলফা ১১ এআই’ নামের প্রসেসরটি তৈরি হয়েছে টিভির ছবি ও অডিও’র মান বাড়ানোর লক্ষ্যে। আর গেইমিংয়ের কথা বললে, পূর্ববর্তী সংস্করণের তুলনায় ৭০ শতাংশ উন্নত ভিজুয়াল পারফর্মেন্স মেলে এতে।
ছবির অস্পষ্টতা কমিয়ে আনার পাশাপাশি এর ব্যাকগ্রাউন্ডের মানও উন্নত করতে সক্ষম এআই চিপটি। আর ‘চলচ্চিত্র নির্মাতার প্রত্যাশিত মেজাজ ও আবেগীয় উপাদান সেরা উপায়ে প্রকাশ করার লক্ষ্যে’ ছবির ‘কালার গ্রেডিং’ নিয়েও কাজ করে থাকে এটি।
পাশাপাশি, চিপে থাকা ‘ডাইনামিক টোন ম্যাপিং প্রো’ প্রযুক্তির মাধ্যমে আরও বাস্তবসম্মত ‘৩ডি’ ছবি দেখানোর প্রতিশ্রুতিও দিয়েছে এলজি। ব্যবহারকারী এতে ছবির ব্রাইটনেস ও কনট্রাস্ট ‘ফাইন টিউনিংয়ের’ সুবিধাও পাবেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এ ছাড়া, ছবির সংলাপ স্পষ্টভাবে বোঝার লক্ষ্যে নতুন এই চিপে ‘ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড’ এমনকি সাউন্ডট্র্যাক থেকে কণ্ঠস্বর আলাদা করার সুবিধাও রাখা হয়েছে।
ছবির রেজুলিউশন এখনও ৪কে রাখা হলেও এর রিফ্রেশ রেট বেড়েছে। গত বছরের মডেলে রিফ্রেশ রেট ছিল ১২০ হার্টজ। তবে, নতুন মডেলগুলোয় তা বাড়িয়ে নেওয়া হয়েছে ১৪৪ হার্টজ-এ।
বিভিন্ন অ্যাকশনভিত্তিক কনটেন্ট ও গেইমিংয়ের ক্ষেত্রে উচ্চমাত্রার রিফ্রেশ রেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে হিসাবে, নতুন সংস্করণের প্রতিটি টিভিতেই রাখা হয়েছে এলজি’র ‘ওয়েবওএস’ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন স্ট্রিমিং কনটেন্ট দেখার পাশাপাশি ক্লাউড সার্ভারের মাধ্যমে গেইম খেলার সুবিধাও মিলবে।
এম৪ চিপে আছে এলজি’র নিজস্ব ‘জিরো কানেক্ট বক্স’, যেখানে তার ছাড়াই অডিও ও ভিডিও কনটেন্ট স্ট্রিমিংয়ের সুবিধা মেলে। আর এতে ডিভাইসের সঙ্গে তারের সংযোগ ঘটানোর প্রয়োজনীয়তা কমে আসবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
আর রিয়েল-টাইমে ১২০ হার্টজ রিফ্রেশ রেটে ৪কে পর্যন্ত অডিও ও ভিডিও দেখার সুবিধা মিলবে নতুন এ প্রযুক্তির সহায়তায়। এনগ্যাজেট বলছে, এ সুবিধা কেবল তাদেরকে মাথায় রেখে বানানো হয়েছে, যারা নিজের লিভিং রুমকে একটি পরিষ্কার ও নান্দনিক রূপ দিতে চান।
এদিকে, গেইমারদের কথা বিবেচনায় রেখে উভয় ওলেড টিভি’র সংস্করণেই এনভিডিয়ার ‘জি-সিঙ্ক’ ও এএমডি’র ‘ফ্রিসিঙ্ক’ সফটওয়্যার চালানোর সুবিধা রেখেছে এলজি। এ ছাড়া, এলজি’র ‘গেইম অপ্টিমাইজার সিলেকশন স্ক্রিন’ সুবিধাও আছে এতে, যেখানে বিভিন্ন গেইমিং জনরার ওপর ভিত্তি করে ডিসপ্লে’র প্রিসেট বাছাইয়ের সুবিধা পাবেন ব্যবহারকারী।
তবে, নতুন মডেলের টিভিগুলোর দাম নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সম্ভবত আগামী সপ্তাহে সিইএস আয়োজন শুরুর পর এ সম্পর্কে আরও তথ্য মিলবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এ ছাড়া, নতুন ৯৭ ইঞ্চির ‘এম৩ ওলেড’ ডিসপ্লে ও ৯৮ ইঞ্চির ‘কিউনেড’ মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি।