সামাজিক মাধ্যমগুলোয় শিশুদের ওপর ঘটা যৌন নিপীড়ন বিষয়ে সাক্ষ্য দিতে এক্স, স্ন্যাপ এবং ডিসকর্ডের সিইওদের ওপর সমন জারি করেছেন মার্কিন আইন প্রণেতারা।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য আহ্বান করার পর কয়েক সপ্তাহ ধরে “বারবার উপেক্ষা” করলে সোমবার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের প্রতি সমন জারি করার কথা বলেন সিনেটর ডিক ডারবিন এবং লিন্ডজি গ্রেহাম।
“অনলাইন বিশ্বের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে চলতি কংগ্রেসের শুরু থেকেই আমাদের কমিটির ডেমোক্রেট এবং রিপাবলিকান এই দুই অংশই একমত হয়েছে।” একটি যৌথ বিবৃতিতে বলেন সিনেটরদ্বয়। “প্রত্যেক মা-বাবার প্রধান ভাবনা সন্তানদের নিরাপত্তা। সে নিরাপত্তায় ব্যর্থতার বলি হবে আমাদের শিশুরা, আর বিগটেকগুলো থাকবে ধরাছোঁয়ার বাইরে, তা হতে পারে না।”
সিনেটের বিচারিক কমিটির আদেশটি ডিসকর্ড এবং এক্স-এর প্রধানদের কাছে ব্যাক্তিগতভাবে হস্তান্তর করতে মার্কিন মার্শাল সার্ভিসের সহায়তা গ্রহণ করেছে কমিটি। এই উদ্যোগকে তারা “প্রচলিত রীতির ব্যতিক্রম” বলে উল্লেখ করেছেন।
“কোম্পানিগুলো শিশু সুরক্ষায় তাদের ব্যার্থতার ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাবে– ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত শুনানিতে বিগটেকগুলোকে আমরা এমন আশ্বাস দিয়েছিলাম।” লিখেন ডারবিন এবং গ্রেহাম।
“এটাই সে সুযোগ। বিশ্বের সর্বোচ্চ সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য, অনলাইনে শিশুদের যৌন নিপীড়ন ঠেকাতে সিনেট কমিটিকে উপযুক্ত ব্যবস্থা নিতে সাহায্য করবে।”
এক্স প্ল্যাটফর্মের মার্কিন ও কানাডা সরকার বিষয়ক প্রধান উইফ্রেডো ফার্নান্দেজ একটি বিবৃতিতে সিএনবিসিকে বলেন, “অনলাইনে শিশু নিরাপত্তার বিষয়ে বিচারিক কমিটির শুনানিতে অংশগ্রহণের জন্য আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। কারণ নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার।”
স্ন্যাপের সিইও ইভান স্পিগেল সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন, একটি ইমেইল বার্তায় সিএনবিসিকে বলেছে কোম্পানিটির একজন মুখপাত্র।
ডিসকর্ডের একজন মুখপাত্র বলেন “আমাদের গ্রাহকদের, বিশেষত শিশুদের সুরক্ষিত রাখা ডিসকর্ডে সব কাজের মূল লক্ষ্য।”
সিনেটরদ্বয় বলেছেন, তারা আশা করছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং টিকটক সিইও শও জি চিউ নববর্ষের যেকোনও সময় স্বেচ্ছায় কমিটির সামনে সাক্ষ্য দেবেন।
টিকটকের একজন মুখপাত্র বলেন, “কমিটির সঙ্গে আলোচনা চলছে।”
শিশু সুরক্ষা বিষয়ক শুনানিটি ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হবে।