টুলগুলো পাওয়া যাবে মেটার ‘অ্যাডস ম্যানেজার’-এ, যা পুরোদমে চালু হতে সময় লাগতে পারে আগামী বছর পর্যন্ত।
Published : 06 Oct 2023, 12:45 PM
নিজস্ব প্ল্যাটফর্মের সকল বিজ্ঞাপনদাতার জন্য জেনারেটিভ এআইভিত্তিক টুল চালু করছে সামাজিক মাধ্যম কোম্পানি মেটা। এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড ও লেখার ধরন বদলানোর সুবিধা মিলবে।
মে মাসে বাছাই করা বিজ্ঞাপনদাতাদের দিয়ে ফিচারগুলো যাচাই করে মেটা। টুলগুলো পাওয়া যাবে মেটার ‘অ্যাডস ম্যানেজার’-এ, যা পুরোদমে চালু হতে সময় লাগতে পারে আগামী বছর পর্যন্ত।
এই সিদ্ধান্তকে মেটার নিজস্ব পণ্যে জেনারেটিভ এআই প্রযুক্তি সংযোজনের প্রথম দিকের পদক্ষেপ বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স।
গত সপ্তাহে কোম্পানি বলেছে, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং সেবার গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য শীঘ্রই এআই ব্যবহারের সুবিধা পাবে বিভিন্ন ব্যবসা।
মেটার এআইভিত্তিক পণ্যের মধ্যে রয়েছে ল্যাংগুয়েজ মডেল ‘এললামা ২’ ও ‘মেটা এআই’ নামের চ্যাটবট, যেখানে টেক্সট প্রম্পটের মাধ্যমে বাস্তবসম্মত ছবি তৈরির সুবিধা মেলে।