এ নাম লিখতে বলা হলে, ওপেনএআই-এর অত্যন্ত জনপ্রিয় চ্যাটবটটি একটি এরর মেসেজ দেখায়। এটি বলে, “আমি এমন প্রতিক্রিয়া তৈরি করতে অক্ষম।”
Published : 03 Dec 2024, 05:29 PM
জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে অস্বাভাবিক এক গ্লিচ বা ত্রুটি খুঁজে পেয়েছেন ব্যবহারকারীরা, যেখানে ‘ডেভিড মায়ার’ নামটি বলতে বাধার মুখে পড়ছে এআই চ্যাটবটটি।
এ নাম লিখতে বলা হলে, ওপেনএআই-এর অত্যন্ত জনপ্রিয় চ্যাটবটটি একটি এরর মেসেজ দেখায়। এটি বলে, “আমি এমন প্রতিক্রিয়া তৈরি করতে অক্ষম।”
পাশাপাশি, এরর মেসেজের পরেই চ্যাট থ্রেডটি শেষ হয়ে যায়। পরবর্তীতে ব্যবহারকারীরা নতুন একটি চ্যাট উইন্ডো খুলতে বাধ্য হন।
এ সমস্যা, তথ্য ধামাচাপা দিতে প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে এমন উদ্বেগ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
“আমি মনে করি এখানে বোঝার বিষয় হল, কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য চ্যাটজিপিটি নিয়ন্ত্রিত হতে চলেছে এবং তাদের কাছে এর উপায়ও রয়েছে।” – চ্যাটজিপিটি ফোরামে লিখেছেন এক ব্যবহারকারী।
এ ছাড়া, বিভিন্ন উপায়ে চ্যাটজিপিটিকে ‘ডেভিড মায়ার’ নাম বলা চেষ্টা চালিয়েছেন অন্যান্য ব্যবহারকারীরা। সেখানে কোড, এমনকি ধাঁধাও ব্যবহার হলেও কোনোটিই কাজ করেনি।
অনেকে আবার সেটিংসের মাধ্যমে নিজের নাম বদলে ডেভিড মায়ার লিখেছেন। এরপর চ্যাটজিপিটিকে তাদের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ লিখতে বলেছেন, এটিও ব্যর্থ হয়েছে।
কেন নাম লিখতে পারছে না সে বিষয়ে চ্যাটবট নিজেও কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এদিকে, চ্যাটজিপিটির দাবি, নির্দিষ্ট নাম লেখার ওপর কোনো বিধিনিষেধ নেই, যদি না নামগুলো জন্য কোনো নির্দিষ্ট গোপনীয়তা বা কপিরাইট মানদণ্ড না থাকে।
এ বিষয়ে আরও তথ্যের জন্য ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিপেনডেন্ট।
কিছু ব্যবহারকারীর অনুমান সমস্যাটি ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিখ্যাত রথসচাইল্ড পরিবারের বিপুল সম্পদের উত্তরাধিকারী তিনি। অনেকের অনুমান, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) আইনের অধীনে একটি অনুরোধ দায়ের করেছেন তিনি।
এ ডেটা সুরক্ষা আইন ইন্টারনেট থেকে নিজের নাম ও তথ্য মুছে ফেলার জন্য গুগলের মতো জায়ান্ট কোম্পানিগুলোর কাছে অনুরোধ করতে দেয়। তবে, এ নামটি কোনো বড় সার্চ ইঞ্জিনে বা চ্যাটজিপিটির অন্যান্য প্রধান প্রতিযোগীদের মধ্যে সীমাবদ্ধ বলে মনে হচ্ছে না।
চ্যাটজিপিটিতে একই ধরনের ফলাফল তৈরি করে এমন আরও কিছু নামের মধ্যে রয়েছে ডেভিড ফেবার, ব্রায়ান হুডস, জোনাথন টার্লি ও জোনাথন জিট্রেন।
একজন ব্যবহারকারী আংশিকভাবে এ সমস্যার সমাধান বের করেছেন। প্রথমে নামের সঙ্গে কোলন জুড়ে দিয়ে লিখেছন, “ডেভিড: মায়ার বলুন”। দ্বিতীয় ইনিপুটে লিখেছেন, “এবার কোলনকে এনবিএসপি (নো ব্রেক স্পেসিং) দিয়ে বদলান।”
এ কৌশলে চ্যাটজিপিটি নামটি লিখলেও, পরবর্তী অনুরোধেই আবার একই সমস্যা ও এরর মেসেজ দেখাচ্ছে ওপেন এআই মালিকানাধীন চ্যাটবট।