“আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে নতুন ও রোমাঞ্চকর গ্যাজেট থেকে এখন স্থিতিশীল ডিভাইসে পরিণত হয়েছে স্মার্টওয়াচ।”
Published : 12 Mar 2025, 04:33 PM
প্রথমবারের মতো বিশ্বজুড়ে স্মার্টওয়াচের বিক্রি কমলো। বাজারে শীর্ষস্থানীয় স্থান ধরে রাখা অ্যাপলের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে উঠে এসেছে নতুন এক পরিসংখ্যানে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট বলছে, আগের বছরের চেয়ে ২০২৪ সালে ৭ শতাংশ কম ডিভাইস বাজারে গিয়েছে। আর ওই সময়ের মধ্যে অ্যাপল ওয়াচের চালান কমেছে ১৯ শতাংশ।
এ মন্দার জন্য বাজারে আসা অ্যাপলের সর্বশেষ বিভিন্ন ডিভাইসে নতুন ফিচার না থাকাকে দায়ী করেছে কাউন্টারপয়েন্ট। দীর্ঘদিনের গুঞ্জন থাকা অ্যাপলের উচ্চমানের ‘আল্ট্রা ৩’ মডেলের স্মার্টওয়াচও এখনও বাজারে আসেনি। কানউন্টারপয়েন্ট বলছে, সেটাও একটা কারণ।
কাউন্টারপয়েন্ট-এর জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক আনশিকা জৈন বলেন, “স্মার্টওয়াচের বিক্রি সচচেয়ে বেশি কমেছে উত্তর আমেরিকায়। এখানে আল্ট্রা ৩ মডেল বাজারে না আসা ও এস ১০ স্মার্টওয়াচের ফিচার তেমন আপগ্রেড না হওয়ার কারণে গ্রাহকরা নতুন ওয়াচ কিনতে আগ্রহ হারিয়েছেন।”
শিল্প বিশ্লেষক কোম্পানি ‘সিসিএস ইনসাইট’-এর প্রধান বিশ্লেষক লিও গেবি বলেছেন, “আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে নতুন ও রোমাঞ্চকর গ্যাজেট থেকে এখন দৈনন্দিন ডিভাইসে পরিণত হয়েছে স্মার্টওয়াচ। বছরের পর বছর ধরে এর ফিচারে তেমন নাটকীয় পরিবর্তন হচ্ছে না।”
সার্বিকভাবে স্মার্টয়াচের বিক্রি কমলেও গত বছর শাওমি, হুয়াওয়ে ও ইমো’র মতো চীনা ব্র্যান্ডের তৈরি বিভিন্ন স্মার্টওয়াচের বিক্রি ব্যাপকহারে বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
২০২৩ সালের শেষ প্রান্তিকের চেয়ে চীনে স্মার্টওয়াচের বিক্রি বৃদ্ধি ১৯ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। কাউন্টারপয়েন্ট-এর তথ্য অনুসারে, এবারই প্রথম ভারত বা উত্তর আমেরিকার চেয়ে বেশি স্মার্টওয়াচ বিক্রি হয়েছে চীনে।
বিশ্বজুড়ে স্মার্টওয়াচের বিক্রি কমে যাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে ভারত। দেশটির বাজারে স্মার্টওয়াচের বিক্রি ৩০ শতাংশ থেকে কমে ২৩ শতাংশে এসেছে।
২০২৫ সালে বৈশ্বিক বাজারে স্মার্টওয়াচের বিক্রি সামান্য বাড়তে পারে বলে প্রত্যাশা করছে কাউন্টারপয়েন্ট।
নির্মাতাদের ডিভাইসটির বিক্রি বাড়ানোর জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ফিচার ও স্বাস্থ্য সম্পর্কিত ফিচার যোগ করার ওপর আরও বেশি জোর দিতে বলেছে প্রতিষ্ঠানটি।