এ ঘটনায় ভিকটিম বা সন্দেহভাজন কারোরই নাম উল্লেখ করা হয়নি।
Published : 13 May 2024, 07:04 PM
সম্প্রতি অনলাইন বিবাদের জেরে লাইভ স্ট্রিমে এক প্রতিদ্বন্দ্বীকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করেছেন দক্ষিণ কোরিয়ার এক জনপ্রিয় ইউটিউবার।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরের আদালতের বাইরে লাইভ স্ট্রিমিং করছিলেন ভুক্তভোগী, যার ইউটিউবে প্রায় চার হাজার ফলোয়ার আছে।
আদালতে এক মামলার শুনানির জন্য এসেছিলেন তিনি। তখন সন্দেহভাজন ব্যক্তি পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
বৃহস্পতিবার সকাল ১০টায় ভুক্তভোগীকে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ অবস্থায় খুঁজে পায় পুলিশ। এর পর ভুক্তভোগীকে এক স্থানীয় হাসপাতালে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একটি ভাড়া করা গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার উত্তর গেয়ংসাং প্রদেশের গিয়াংজু শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে, এ ঘটনায় ভুক্তভোগী বা সন্দেহভাজন কারো নামই উল্লেখ করা হয়নি।
এদিকে, দেশটির স্থানীয় দৈনিক ‘কোরিয়া জুংআং ডেইলি’র প্রতিবেদনে বলা হয়, পুলিশ সন্দেহ করছে এ হামলা পূর্বপরিকল্পিত ছিল।
এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ইউটিউবে ফলোয়ার সংখ্যা আট হাজার। ঘটনার আগের দিন এক সুপারমার্কেট থেকে তিনি একটি ধারালো অস্ত্র ও গাড়ি ভাড়া করেছিলেন বলে তথ্য মিলেছে।
হামলার পর নিজের ইউটিউব চ্যানেলের কমিউনিটি বিভাগে দেওয়া এক পোস্টে সন্দেহভাজন লেখেন, “আমি আমার ফলোয়ারদের কাছে ক্ষমা চাইছি, যারা আমাকে নিয়ে ভেবেছেন ও আমাকে সমর্থন করেছেন। তবে, আমি এমন কাউকে ক্ষমা করতে পারিনি যে অন্যের সুখ নষ্ট করার চেষ্টা করেছে। আমি এ বিষয়ে কোনো অজুহাত দিতে চাই না। আমার নিজ কর্মের দায় আমি নিজেই নেব।”
উভয় ইউটিউবারের বয়সই ৫০-এর কোটায়। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের তথ্য অনুসারে, একটি প্রায় তিন বছর ধরে আইনি লড়াই চলছিল তাদের মধ্যে।
ওই মামলার অভিযোগ ছিল, ভুক্তভোগী ব্যক্তি সন্দেহভাজনকে শারীরিকভাবে লাঞ্চিত করার পাশাপাশি তার সুনাম নষ্ট করতে চেয়েছেন, যার শুনানির জন্য সেদিন আদালতে উপস্থিত হয়েছিলেন এ দুজন।