“এই বিনিয়োগ প্রকল্প কোম্পানির চীনা অংশ ও দলের প্রতি মাইক্রনের প্রতিশ্রুতির কথাই প্রকাশ করে।” – সিইও সঞ্জয় মেহরোত্রার উদ্ধৃতি রয়েছে পোস্টে।
Published : 17 Jun 2023, 09:53 PM
যুক্তরাষ্ট্রের মেমরি চিপ নির্মাতা মাইক্রন বলছে, আগামী কয়েক বছরে চীনা শহর জিয়ানের চিপ প্যাকেজিং বিভাগে তারা ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে।
বেশ কিছুদিন ধরেই চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা ‘সিএসি’র নজরে রয়েছে মাইক্রন। গত মাসে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মেমরি চিপ নির্মাতা কোম্পানিটি তাদের নেটওয়ার্ক নিরাপত্তা পর্যবেক্ষণ শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছে।
এর পরপরই কোম্পানিটির কাছ থেকে পণ্য কেনার বেলায় চীনা ক্রেতাদেরকে নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি।
শুক্রবার উইচ্যাটে পোস্ট করা বিবৃতিতে অবশ্য ওই নিষেধাজ্ঞা নিয়ে কিছু বলেনি মাইক্রন।
“এই বিনিয়োগ প্রকল্প কোম্পানির চীনা অংশ ও দলের প্রতি মাইক্রনের প্রতিশ্রুতির কথাই প্রকাশ করে।” – সিইও সঞ্জয় মেহরোত্রার উদ্ধৃতি রয়েছে পোস্টে।
এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে তাইওয়ানের পাওয়ারটেক টেকনোলজি’র জিয়ান ভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠানের কাছ থেকে প্যাকেজিং যন্ত্রাংশ কেনা। ২০১৬ সাল থেকেই নিজস্ব কারখানায় এগুলো ব্যবহার করে আসছে মাইক্রন।
কারখানার প্যাকেজিং ও পরীক্ষার সক্ষমতা জোরদার করার লক্ষ্যে মোবাইল ড্রাম, ন্যান্ড ও এসএসডি শ্রেণির পণ্য তৈরির নতুন উৎপাদন ব্যবস্থাও চালু করবে মাইক্রন।
আলাদা এক বিবৃতিতে পাওয়ারটেক বলেছে, মাইক্রনের এই যন্ত্রাংশ কেনার পরিকল্পনা ২০১৬ সালের চুক্তির অংশ ছিল যাতে পাওয়ারটেকের ওপর এই নিষেধাজ্ঞার আর্থিক প্রভাব সীমিত করা যায়।
এই প্রসঙ্গে রয়টার্স মাইক্রন, চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও সিএসি’র মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।
মাইক্রন চুক্তির আর্থিক তথ্য প্রকাশ না করলেও বলেছে, তারা পাওয়ারটেকের অঙ্গপ্রতিষ্ঠানের এক হাজার দুইশ কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি অতিরিক্ত পাঁচশ কর্মসংস্থান তৈরিতে বিনিয়োগ করবে।
কোম্পানি আরও যোগ করে, এর ফলে চীনে মাইক্রনের সর্বমোট কর্মীসংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যাবে।
মে মাসে মাইক্রসফট পূর্বাভাস দিয়েছিল, চীনা নিষেধাজ্ঞার পর কোম্পানির আর্থিক আয়ের ওপর ধাক্কা পাঁচ শতাংশের কমবেশি হবে।
রয়টার্স একশ’র বেশি সরকারী দরপত্র পর্যালোচনা করে দেখেছে, নিষেধাজ্ঞার আগেই মাইক্রন চিপ কেনা কমিয়ে দিয়েছিল চীনা কর্তৃপক্ষ।