এরইমধ্যে ফোল্ডএবল বা ভাঁজ করা আইপ্যাডের একটি প্রোটোটাইপও তৈরি করেছেন অ্যাপল ডিজাইনাররা। সম্পূর্ণভাবে খুলে ধরা হলে এর আকার হবে ১৮.৮ ইঞ্চি।
Published : 17 Dec 2024, 03:32 PM
গোপনে এমন এক ফোল্ডএবল আইপ্যাড নিয়ে কাজ করছে অ্যাপল, যা সবচেয়ে বড় আইপ্যাডের আকারের দ্বিগুণ বলে গুঞ্জন উঠেছে।
গুজব ছড়ানো এই ডিভাইসটি নিয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ। প্রতিবেদনে তারা লিখেছে, ‘দুটি আইপ্যাড প্রো পাশাপাশি রয়েছে’ এমন ‘প্রায় অদৃশ্য ক্রিজ’ ফিচার নিয়ে ডিভাইসটি ২০২৬ সালের শুরুর দিকেই সম্ভবত বাজারে আসবে।
এরইমধ্যে ফোল্ডএবল বা ভাঁজ করা আইপ্যাডের একটি প্রোটোটাইপও তৈরি করেছেন অ্যাপল ডিজাইনাররা। সম্পূর্ণভাবে খুলে ধরা হলে এর আকার হবে ১৮.৮ ইঞ্চি।
ডিভাইসটি নিয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পায়নি ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। সাধারণত নিজেদের অপ্রকাশিত পণ্যের বিষয়ে মন্তব্য করে না টেক জায়ান্টটি।
ফোল্ডএবল আইপ্যাড বা আইফোন আনছে অ্যাপল— এমন গুজব চলছে এক দশকেরও বেশি সময় ধরে। এ নিয়ে ২০১১ সাল থেকে প্রযুক্তি সম্পর্কিত বেশ কয়েকটি পেটেন্টও করে নিয়েছে মার্কিন টেক জায়ান্টটি।
এর আগে, বাজার বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, বেন্ডি আইফোন চালুর আগে ফোল্ডএবল আইপ্যাড চালু করবে অ্যাপল। স্যামসাং ও গুগলের মতো প্রতিযোগীরা ফোল্ডএবল স্মার্টফোন বাজারে চালু করলেও অ্যাপল এটি আইপ্যাডের পরেই আনবে।
সিসিএস ইনসাইট-এর গবেষক বেন উড বলেছেন, অ্যাপলের জন্য উচ্চ ঝুঁকির পণ্য হিসেবে দেখা হচ্ছে ফোল্ডএবল আইফোনকে। কারণ, আইফোন লাইনআপের বাজারে ঝুঁকি তৈরি করবে এটি।
এর আগে, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক সতর্ক করে বলেছিলেন, ফোল্ডএবল ডিভাইস বাজারে না আনলে প্রতিদ্বন্দ্বীদের পেছনে পড়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিটি।
২০১৯ সালে স্যামসাং গ্যালাক্সি ফোল্ডএবল উন্মোচনের পর এই প্রযুক্তি পথিকৃৎ বলেছিলেন, আইফোনের সাফল্যের কারণে হার্ডওয়্যার উদ্ভাবনের ক্ষেত্রে আত্মতুষ্টিতে ভুগছে অ্যাপল।
এ বছরের শুরুর দিকে ইনফরমেশনের এক প্রতিবেদনে দাবি ছিল, ফোল্ডএবল আইফোন ধারণার পর্যায় ছাড়িয়ে গেছে অ্যাপল এবং ২০২৬ সালের প্রথম দিকে বিক্রি শুরু হতে পারে এটির।