অত্যধিক রক্ত রয়েছে এমন কনটেন্ট, যৌন সহিংসতা, বেআইনি বিষয় বাদে এক্স প্ল্যাটফর্মে প্রায় সবকিছুরই অনুমোদন রয়েছে।
Published : 24 Aug 2024, 02:08 PM
পূর্বে টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কিছু টুইট বা পোস্ট ‘সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট’ সতর্কতা দেখিয়ে ব্লক করে। তবে, এ সতর্কতা লেবেল বন্ধ করারও উপায় আছে।
পাশাপাশি, অ্যাকাউন্টের সেটিংস ‘প্রাইভেট’ না করেও এ সতর্কতা বন্ধ করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।
সংবেদনশীল কনটেন্ট আসলে কী?
এক্স-এর নীতি অনুসারে, সতর্কতা লেবেল সহিংসতা বা নগ্নতার মতো সংবেদনশীল কনটেন্টের ক্ষেত্রেই দেখানো হয়। ফেইসবুকের তুলনায় কনটেন্ট বিষয়ে বেশি সহজ-সরল প্ল্যাটফর্ম এক্স। এটিকে আরও সহজভাবে বললে, অত্যধিক রক্ত রয়েছে এমন কনটেন্ট, যৌন সহিংসতা, বেআইনি বিষয় বাদে এক্স প্ল্যাটফর্মে প্রায় সবকিছুরই অনুমোদন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাও-টু গিক।
ডিফল্ট ভাবেই, প্ল্যাটফর্মটি এ ধরনের মিডিয়াকে সতর্কতা দেখিয়ে সীমাবদ্ধ করে, “এ মিডিয়াতে সংবেদনশীল উপাদান থাকতে পারে,” “এ প্রোফাইলে সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট থাকতে পারে,” বা “নিম্নলিখিত মিডিয়াতে সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট অন্তর্ভুক্ত”, সংবেদনশীল কনটন্টেরে ক্ষেত্রে এ ধরনের কিছু সতর্কতা লেবেল যুক্ত করা হয়।
কীভাবে এ সতর্কতা এড়িয়ে যাবেন?
এক্স অ্যাপের প্রাইভেসি সেটিংস থেকে সতর্কতা লেবেল বন্ধ করা যাবে। এক্সের অ্যান্ড্রয়েড অ্যাপে বন্ধ করার অপশন থাকলেও আইফোন বা আইপ্যাডের ক্ষেত্রে এ সুযোগ নেই। তবে, কেউ ওয়েবসাইটে সেটিংস পরিবর্তন করলে, ওই অ্যাকাউন্টে আইফোন ও আইপ্যাড অ্যাপও সতর্কতা লেবেল ছাড়া পোস্ট দেখাবে।
সতর্কতা লেবেল বন্ধ করতে, এক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং স্ক্রিনের বাম দিকে “মোর” বোতামে ক্লিক করুন, যা থ্রি-ডট বা তিনটি বিন্দুর আইকনের মত দেখতে।
পপ-আপ মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন বেছে নিন। স্ক্রিনের বাম পাশের বিভিন্ন অপশনের তালিকা থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সেইফটি’ অপশনে ক্লিক করুন, এরপর ‘কনটেন্ট ইউ সি’ অপশন বেছে নিন।
‘ডিসপ্লে মিডিয়া দ্যাট মে কনটেইন সেনসিটিভ কনটেন্ট’ লেখা বাক্সে টিক দিন।
সার্চ অপশনে সংবেদনশীল কনটেন্ট দেখবেন যেভাবে
সংবেদনশীল কনটেন্ট সাধারণত সার্চ অপশনেও থাকে না। তবে, কেউ চাইলে এটিও বদলাতে পারেন। এ পদ্ধতিও সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপে আছে, আইফোন ও আইপ্যাডের ক্ষেত্রে ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
প্রথমে ওপরের পদ্ধতির মতো এক্স ওয়েবসাইট থেকে ‘কনটেন্ট’ ইউ সি’ অপশনটি খুঁজে বের করুন। এরপর অপশনের তালিকা থেকে ‘সার্চ সেটিংস’ অপশনটি বেছে নিন।
এবার, ‘হাইড সেনসিটিভ কনটেন্ট’ বাক্সের টিক সরিয়ে নিলেই সার্চ ফিচারেও সংবেদনশীল কনটেন্ট দেখতে পাবেন।
নিজের টুইটের সতর্কতা সরাবেন কীভাবে?
এক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যান ও স্ক্রিনের বাম দিকে ‘মোর’ বোতামে ক্লিক করুন। ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন বেছে নিন। স্ক্রিনের বাম পাশের বিভিন্ন অপশনের তালিকা থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সেইফটি’ অপশনে ক্লিক করুন, ‘ইয়োর পোস্টস’ অপশন বেছে নিন।
“মার্ক মিডিয়া ইউ পোস্ট অ্যাজ হ্যাভিংম্যাটিরিয়াল দ্যাট মে বি সেনসিটিভ” – লেখার পাশের বাক্সের টিক চিহ্ন সরিয়ে ফেলুন।
এ অপশনটিও অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েবসাইটে রয়েছে।
আর কেউ যদি সংবেদনশীল কনটেন্ট একেবারেই না দেখতে চান, চিন্তার কিছু নেই। এক্স প্ল্যাটফর্মের ডিফল্ট সেটিংসই সংবেদনশীল কনটেন্ট সরিয়ে রাখে।