জেমিনাই এখন জিমেইল ইনবক্সের সাইড প্যানেল থেকে সরাসরি ক্যালেন্ডারের তথ্য অ্যাক্সেস করতে পারে এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজও করতে পারে।
Published : 18 Nov 2024, 03:24 PM
ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য ফিচার আপডেটের একটি দীর্ঘ তালিকা ঘোষণা করেছে সার্চ জায়ান্ট গুগল। আর সেখানে জিমেইল, ডকস ও ক্যালেন্ডারের মতো অ্যাপে কোম্পানির জেমিনাই এআই ব্যবহারের ওপর রয়েছে বিশেষ নজর।
জিমেইলের সাইড প্যানেলের ওপর যারা নির্ভর করেন তাদের জন্য সুখবর, জেমিনাই এখন জিমেইল ইনবক্সের সাইড প্যানেল থেকে সরাসরি ক্যালেন্ডারের তথ্য অ্যাক্সেস করতে পারে এবং প্রাসঙ্গিক কাজও করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটালট্রেন্ডস।
ধরা যাক, কেউ একটি ইমেইল ড্রাফট করছেন এবং সেখানে ক্যালেন্ডার এন্ট্রি উল্লেখ করতে হবে; ব্যবহারকারীর জন্য এখন জেমিনাই সেটি করে দেবে। পাশাপাশি, নির্দিষ্ট তারিখের শেডিউল দেখতে, এন্ট্রি তৈরি করতে ও জিমেইল ইন্টারফেইস না ছেড়েই নতুন ইভেন্ট তৈরি করা যাবে নতুন এ ফিচারের মাধ্যমে।
আর এসব ফিচার ব্যবহার করতে পারবেন যারা অর্থ দিয়ে জেমিনাইয়ের বিশেষ সংস্করণ কিনবেন। গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যানের গ্রাহকরাও ক্যালেন্ডারের এআই ফিচার ব্যবহার করতে পারবেন। ফিচারটি বর্তমানে শুধু ইংরেজি ভাষাই সমর্থন করে।
গুগলের এআই টুলকিট কোম্পানির ডকস অ্যাপে ছবি তৈরির ফিচারও আনছে। এখন ব্যবহারকারীরা সরাসরি মিডিয়া তৈরি করতে জেমিনাই ব্যবহার করতে পারেন যা কভার ইমেজ বা ইনলাইন ফটো হিসাবে ডকসে ব্যবহার করা যাবে। টেক্সট-টু-ইমেজ ফিচারটি গুগলের ‘ইমাজেন-৩’ ইমেজ-জেনারেশন মডেল ব্যবহার করে চলে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘ফটোরিয়ালিস্টিক’ বা বাস্তবের মত দেখতে এমন ছবি তৈরি করতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটালট্রেন্ডস।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু ছবির স্টাইল বা ধরনই নয়, সঙ্গে নির্দিষ্ট ‘অ্যাসপেক্ট রেশিও’ বা আকৃতির অনুপাতও বেছে নিতে পারবেন। ছবি তৈরি করতে, ওপরের ট্যাব থেকে ‘ইনসার্ট’ বেছে নিন, এরপর ‘কভার ইমেজ’ অপশনে ক্লিক করুন। তারপর ‘হেল্প মি ক্রিয়েট অ্যান ইমেজ’ অপশন বেছে নিন।
এরইমধ্যে ফিচারটি ‘জেমিনাই বিজনেস’ ও ‘এডুকেশন’ এবং জেমিনাই ওয়ান এআই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য অর্থ দেওয়া ব্যবহারকারীদের জন্য প্রকাশ হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস।