বার্ষিক রাজস্ব ১২ শতাংশ কমে ৩৬ লাখ ডলারে দাঁড়িয়েছে টিএমটিজি’র। আর এ ক্ষতির কারণ হিসেবে নাম প্রকাশ না করা এক বিজ্ঞাপন পার্টনারকে দায়ী করেছে তারা।
Published : 16 Feb 2025, 03:04 PM
২০২৪ সালে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এর মূল কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বা টিএমটিজি।
শুক্রবার কোম্পানিটির সর্বশেষ আয় প্রতিবেদন অনুসারে, বার্ষিক রাজস্ব ১২ শতাংশ কমে ৩৬ লাখ ডলারে দাঁড়িয়েছে টিএমটিজি’র। আর এ ক্ষতির কারণ হিসেবে নাম প্রকাশ না করা এক বিজ্ঞাপন পার্টনারকে দায়ী করেছে ট্রাম্পের কোম্পানিটি।
প্রেসিডেন্টের অনলাইন সোপবক্স টিএমটিজি’র লক্ষ্য ‘বাকস্বাধীনতার ওপর বড় প্রযুক্তি কোম্পানির আক্রমণ বন্ধ করা’ বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এর মালিকানাধীন রয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রুথপ্লাস’।
এদিকে ‘ট্রুথ ডটফাই’ চালুরও পরিকল্পনা করছে কোম্পানিটি, যা একটি ফিনটেক ব্র্যান্ড অর্থাৎ এটি আর্থিক পরিষেবা তৈরি ও সরবরাহের জন্য প্রযুক্তির ব্যবহার করবে, যেখানে “আমেরিকা ফার্স্ট বা আমেরিকাকে প্রথমে রাখার এই মৌলিক ধারণার উপর জোর দিয়ে বিভিন্ন বিনিয়োগকে অন্তর্ভুক্ত করবে” কোম্পানিটি।
টিএমটিজি’র সর্বশেষ আয়ের প্রতিবেদন বলছে, “রাজস্ব আয় কমেছে… ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির রাজস্ব ১২ শতাংশ কমে ৩ হাজার ৬১৮ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে, যেখানে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির রাজস্ব ছিল ৪ হাজার ১৩১ দশমিক ১ ডলার”।
“এ রাজস্ব কমে যাওয়ার একটি বড় অংশের জন্য দায়ী আমাদের বিজ্ঞাপন পার্টনারদের একজনের সঙ্গে রাজস্ব শেয়ার চুক্তির পরিবর্তন। আর এ চুক্তির লক্ষ্য ছিল মূলত আমাদের স্বল্পমেয়াদে, একত্রীকরণের আগের আর্থিক অবস্থাকে উন্নত করা।”
টিএমটিজি আরও দাবি করেছে, ২০২৪ সালে বাইডেন প্রশাসনের ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’-এর বাধার কারণে একীভূতকরণ-সম্পর্কিত আইনি ফি দিতে হয়েছে কোম্পানিটিকে।
২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার পর টুইটার, বর্তমানে যার নাম এক্স, ও ফেইসবুক’সহ বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। এরপর তিনি ‘ট্রুথ সোশ্যাল’ তৈরি করেন এবং এখনও নিজের প্লাটফর্মে প্রতিদিন একাধিকবার পোস্ট করে চলেছেন।
আয়ের প্রতিবেদন বলছে, “সম্ভবত ব্যবসায়ের অগ্রগতি ও এর পরিধি বাড়ানোর জন্য কৌশলগত মূল্যায়ন থেকে নিজেদের মনোযোগ সরিয়ে নিতে পারে” কোম্পানিটি।
নভেম্বরে ডনাল্ড ট্রাম্পের জয়ের পর ট্রাম্প মিডিয়ার শেয়ারের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। গত ডিসেম্বরে ‘সত্যিকারের উপহার’ হিসেবে কাগজে কলমে প্রায় চারশ কোটি ডলারের কোম্পানিটির সব শেয়ার পাঠানো হয়েছে ‘ডনাল্ড জে ট্রাম্প রিভোকেবল ট্রাস্ট’কে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, কোম্পানিটির মোট শেয়ারের অর্ধেকেরও বেশি রয়েছে ট্রাম্পের শেয়ার। শুক্রবার পর্যন্ত কোম্পানিটির শেয়ার মূল্য প্রায় ১১ শতাংশ কমেছে।