কোম্পানিটিতে সেবা গ্রহণকারী রোগীদের পূর্ণনাম, শহর, সেই সঙ্গে তারা সর্বশেষ কবে ও কোথায় ডাক্তার দেখিয়েছেন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে।
Published : 12 Jul 2023, 11:57 AM
যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ হাসপাতাল চেইন এইচসিএ হেলথকেয়ারের কোটি কোটি রোগীর ফাঁস হওয়া ডেটা বিক্রির জন্য বিজ্ঞপ্তি এসেছে ডেটা ফাঁসের তথ্য বিষয়ক একটি ফোরামে।
ফরচুন ৫০০ তালিকায় ৬২তম স্থান দখল করা এই কোম্পানিটি এই ফাঁসের কথা স্বীকার করেছে। কোম্পানিটিতে সেবা গ্রহণকারী রোগীদের পূর্ণনাম, শহর, সেইসঙ্গে তারা সর্বশেষ কবে ও কোথায় ডাক্তার দেখিয়েছেন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে বলে এক বিবৃতিতে রোগীদের সতর্ক করে বলেছে এইচসিএ।
তবে, রোগীদের চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছে কোম্পানিটি।
স্বাস্থ্যসেবায় অন্যতম বড় এই কোম্পানিটির শেয়ার সোমবার এক দশমিক চার শতাংশ বেড়েছে।
কিন্তু ডেটাব্রিচেস ডট নেটের সোমবারের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। রোগীর “নিন্ম ঝুঁকির” ফুসফুস ক্যান্সার পরীক্ষার ফলাফলের মতো ডেটা তাদের নজরে এসেছে বলেছে প্রতিবেদনটি। যার মানে হচ্ছে, এইচসিএ’র দাবি সঠিক নয়।
ফ্লোরিডা ও টেক্সাসের ডজনখানিক চিকিৎসা কেন্দ্রসহ প্রায় দুই ডজন অঙ্গরাজ্যের রোগীরা এই ডেটা ফাঁসের শিকার হয়েছেন। এই ফাঁসের বিষয়টি সর্বপ্রথম টুইটারের মাধ্যমে নজরে আনেন নিউ জিল্যান্ডভিত্তিক এমসিসফটের বিশ্লেষক ব্রেট ক্যালো।
“এটি স্বাস্থ্যসেবায় সম্ভবত এ বছরের সবচেয়ে বড় তথ্য ফাঁস এবং ওই সেক্টরে এ যাবত কালের মধ্যে অন্যতম বড় একটি ডেটা চুরির ঘটনা। কিন্তু এইচসিএ’র বিবৃতি দেখলে মনে হয় এটা তেমন ক্ষতিকর নয়, কারণ তাদের বক্তব্য হ্যাকাররা রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে পারেনি।” –সিএনবিসিকে বলেছেন ক্যালো।
“কিন্তু হ্যাকারদের হাতে রয়েছে, রোগীদের চিকিৎসা তথ্য এবং সেসব তারা একজন রোগীর আইডিতে পাঠিয়ে যোগাযোগ করেছে” –বলে জানান তিনি।
রোগীদের ডেটা ফাঁস হওয়া কোনো বিরল ঘটনা নয়, কিন্তু সেগুলো সেগুলোর আকার ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণে তফাত রয়েছে। এইচসিএ’র ফাঁসে হ্যাকাররা চিকিৎসা তথ্যের নাগাল পায়নি এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে কোম্পানিটি এ ও বলছে কোম্পানিটির বাইরের কোন স্টোরেজ উৎস থেকে ডেটা ফাঁস হয়েছে, যেখান থেকে সয়ংক্রিয়ভাবে ইমেইল বার্তা ফরম্যাট করা হতো।