এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দের ওপরভিত্তি করে নিজের প্রতিক্রিয়া সাজাতে পারবে এআই চ্যাটবটটি।
Published : 20 Nov 2024, 06:28 PM
এখন ব্যবহারকারীর সম্পর্কে বিভিন্ন জিনিস, যেমন তাদের আগ্রহ বা পছন্দ, ‘মনে রাখতে পারে’ গুগলের এআই মডেল জেমিনাই। বর্তমানে ফিচারটি আসছে জেমিনাই অ্যাডভান্সড ব্যবহারকারীদের জন্য।
কোম্পানির সাম্প্রতিক রিলিজ নোট অনুসারে, এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দের ওপর ভিত্তি করে নিজের প্রতিক্রিয়া সাজাতে পারবে এআই চ্যাটবটটি।
গুগল বলছে, ব্যবহারকারীরা জেমিনাইয়ের সঙ্গে চ্যাটিং করার সময় নিজের আগ্রহের পাশাপাশি, কাজ শখ বা আকাঙ্খার তথ্য শেয়ার করতে পারেন। এ ছাড়া, বটের ‘সেইভড ইনফো’ পৃষ্ঠায় নিজের সম্পর্কে বিবরণ লিখতে পারেন। উদাহরণ হিসেবে, কেবল নিরামিষ খাবারের রেসিপির পরামর্শ চাইতে পারেন বা নিজের পেশা লিখতে রাখতে পারেন।
পাশাপাশি, ‘সেইভড ইনফো’ পৃষ্ঠা থেকে জেমিনাইয়ের সংগ্রহ করা ডেটা দেখতে, এডিট করতে এবং ডিলিট করতে পারবেন।
জেমিনাই নিজের প্রতিক্রিয়ায় ব্যবহারকারীর তথ্য জুড়ে দেওয়ার সময় উল্লেখ করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
গুগল ওয়ান এআই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে জেমিনাই অ্যাডভান্সড ব্যবহার করা যাবে। আর বর্তমানে এটি কেবল ইংরেজি ভাষাতেই ব্যবহার করা যায়।
এপ্রিলে চ্যাটজিপিটি প্লাস গ্রাহকদের জন্য মেমরি ফিচার প্রথম চালু করেছিল ওপেনএআই । জেমিনাইয়ের মতোই, চ্যাটজিপিটি আগের কথোপকথনে উল্লেখ করা বিভিন্ন জিনিস মনে রাখতে পারে, যেমন পছন্দের খাবার বা পোষা প্রাণীর ধরন।