প্রোফাইল লক করলে শুধু বন্ধু তালিকার মানুষই টাইমলাইনের কনটেন্ট দেখতে পারবে।
Published : 30 Sep 2024, 05:34 PM
বিভিন্ন মানুষকে নিজের ফেইসবুক প্রোফাইল থেকে দূরে রাখার সবচেয়ে সহজ উপায় হল প্রোফাইল লক করা। প্রোফাইল লক করলে প্রোফাইল থেকে যে কেউ আর তথ্য দেখতে পারে না।
প্রোফাইল লক কীভাবে কাজ করে?
ফেইসবুক প্রোফাইল লক করলে শুধু বন্ধু তালিকার লোকজনই টাইমলাইনের কনটেন্ট দেখতে পারবে। প্রোফাইল ছবি ও কভার ফটোর পুর্ণ আকারটিও কেবল বন্ধুরাই দেখতে পারবে। এ ছাড়া, ‘পাবলিক’ প্রাইভেসি সেটিংয়ে শেয়ার করা সব পোস্ট স্বয়ংক্রিয়ভাবেই ‘ফ্রেন্ডস’-এ বদলে যাবে।
ফেইসবুক কেবল প্রোফাইলের অ্যাবাউট বিভাগের নির্দিষ্ট কিছু ‘পাবলিক’ করা তথ্য দেখাবে বন্ধু তালিকার বাইরের মানুষকে। এ ছাড়া, প্রোফাইল রিভিউ এবং ট্যাগ রিভিউ ফিচার চালু হবে। সব নতুন পোস্ট শুধু বন্ধুরাই দেখতে পারবে। তবে, ফেইসবুক লক করলেও, মানুষ প্রোফাইল খুঁজে পাবে। ক্ষেত্র বিশেষে, ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজও পাঠাতে পারবে।
ডেস্কটপ ও মোবাইল থেকে কীভাবে ফেইসবুক প্রোফাইল লক করতে হয় সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।
ডেস্কটপ থেকে
প্রথমে একটি ব্রাউজার থেকে ফেইসবুক প্রোফাইলে লগইন করুন।
ওপরের ডান কোণায় নিজের প্রোফাইলে ক্লিক করুন, এরপর নিজের নামের ওপর ক্লিক করুন।
প্রোফাইল পেইজে, নিজের নামের নিচের ট্যাবগুলোর একদম ডান দিকে ‘থ্রি-ডট’ আইকনে ক্লিক করুন।
মেনু থেকে ‘লক প্রোফাইল’ অপশনটি বেছে নিন।
‘লক ইয়োর প্রোফাইল’ নামের একটি পেইজ আসবে। সেখানে ‘লক ইয়োর প্রোফাইল’ অপশন বেছে নিন।
শেষ অপশন বেছে নিলেই প্রোফাইল লক হয়ে যাবে। ‘ওকে’ ক্লিক করে লক প্রোফাইল পেইজ বন্ধ করুন।
কেউ প্রোফাইল আনলক করতে চাইলে, একইভাবে থ্রি ডট মেনুতে যান। এরপর আনলক প্রোফাইল অপশন বেছে নিন, সেখান থেকে ‘আনলক’-এ ক্লিক করুন। শেষে ‘আনলক ইয়োর প্রোফাইল’-এ ক্লিক করলেই প্রোফাইল লক সরে যাবে।
মোবাইল থেকে
আইফোন, আইপ্যাড বা অ্যান্ড্রয়েড থেকে প্রথমে ফেইসবুক অ্যাপ চালু করুন। নিজের প্রোফাইলে যান।
প্রোফাইল পেইজে নিজের নামের নিচে, তিনটি বিন্দুতে আলতো চাপুন। এখানে ‘প্রোফাইল সেটিংস’ পৃষ্ঠা দেখতে পাবেন। সেখান থেকে ‘লক প্রোফাইল’ অপশনে চাপুন।
‘লক ইয়োর প্রোফাইল’ স্ক্রিনে, একই অপশনের ওপর চালুন। এরপর প্রোফাইল লক হওয়ার বার্তা দেখাবে ফেইসবুক।
প্রোফাইল আনলক করাও সহজ, যেখানে ‘লক প্রোফাইল’ অপশন বেছে নিয়েছেন সেখানে থেকেই ‘আনলক প্রোফাইল’ অপশনে চাপুন। আনকলক অপশন বেছে নিয়ে ‘আনলক ইয়োর প্রোফাইল’ অপশনে চাপলেই প্রোফাইল আনলক হয়ে যাবে।
এভাবে খুব সহজেই নিশ্চিত করতে পারেন বন্ধু তালিকার বাইরের মানুষ যেন প্রোফাইল থেকে খুব কম তথ্য দেখতে পারে।
আরও পড়ুন: