অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যাবে গুগলের প্লে স্টোর থেকে, আর এতে মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকার মতো বাধ্যবাধকতাও নেই।
Published : 27 Dec 2023, 06:24 PM
এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালু হয়েছে মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলট।
কোম্পানির এই চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারী কোড লেখা থেকে শুরু করে বাণিজ্যিক ইমেইল তৈরি সব ধরনের কাজই করা সম্ভব। কারণ এতে ব্যবহার করা হয়েছে ওপেনএআইয়ের সর্বশেষ এআই টুল ‘জিপিটি ৪’ ও ‘ডাল-ই-৩’, যেখানে সাধারণ প্রম্পটের সহায়তায় ছবি তৈরি করা সম্ভব।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলছে, অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যাবে গুগলের প্লে স্টোর থেকে, যেখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকার মতো বাধ্যবাধকতাও নেই।
এর আগে ‘বিং চ্যাট’ নামে পরিচিতি পাওয়া কোপাইলট ফিচারটি কিছুটা নিরবেই মোবাইল সংস্করণে এনেছে মাইক্রোসফট। এমনকি ফিচার আনার আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি কোম্পানিটি, যেমনটি মোবাইল ডিভাইসে বিং চ্যাট প্রকাশের সময় দেখা গিয়েছিল।
নতুন কোপাইলট অ্যাপটি অ্যান্ড্রয়েড সংস্করণে চালু হয়েছে এ মাসের শুরুতে। বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সাইট নিওউইন, যখন ব্যবহারকারীরা ফিচারটি প্লে স্টোরে দেখতে পান।
তবে, এখনও আইওএস-এ আসেনি অ্যাপটি। ফিচারটি কবে নাগাদ আইওএস-এ আসবে, সে সম্পর্কেও কোনো ঘোষণা আসেনি কোম্পানির তরফ থেকে।
এনগ্যাজেট বলছে, মোবাইল সংস্করণে মাইক্রোসফটের কোপাইলট ফিচার আনার বিষয়টি যুক্তিসঙ্গত। এর আগে এজ ব্রাউজার, মাইক্রোসফট ৩৬৫ ও উইন্ডোজ ১১’তে ফিচারটি উন্মোচনের পর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমেও ফিচারটি চালু করেছিল কোম্পানিটি, যার ফলে একশ কোটি ডিভাইসে এআই সহায়ক ব্যবস্থাটি ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা।
এ ছাড়া, কোপাইলট অ্যাপে কোম্পানির সাম্প্রতিক আপডেট যেমন ভিডিও সংক্ষিপ্ত করার ও গান তৈরির ফিচারও যোগ করা হয়েছে।