গুগলের ‘অ্যাড ট্রান্সপারেন্সি সেন্টার’-এর তথ্য অনুসারে, এ ধরনের বিজ্ঞাপন প্রকাশে ডনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের কোনো হাত নেই।
Published : 15 Aug 2024, 04:12 PM
মার্কিন জনগণের কাছে নিজেদের জনপ্রিয় হিসেবে উপস্থাপন করতে বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম বদলে নতুন শিরোনাম লেখার অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা দলের বিরুদ্ধে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা হ্যারিসের প্রচারণা দল গুগল সার্চের বিজ্ঞাপনে রয়টার্স, সিবিএস নিউজ ও সিএনএন-এর মতো সংবাদ সংস্থাগুলোর খবরের শিরোনাম ও নিবন্ধের বর্ণনায় হেরফের করেছে বলে উঠে এসেছে সংবাদ সাইট ‘অ্যাক্সিওস’-এর এক বিশ্লেষণে।
গুগলের ‘অ্যাড ট্রান্সপারেন্সি সেন্টার’-এর তথ্য অনুসারে, এ ধরনের বিজ্ঞাপন ডনাল্ড ট্রাম্পের প্রচারণা দল করছে না।
তবে, এগুলো ‘স্পন্সরড’ বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত হওয়ায় সরাসরি সার্চ ইঞ্জিনের নীতিমালা লঙ্ঘন নয়। তবে, কয়েকটি প্ল্যাটফর্ম প্রশ্ন তুলেছে, এ ধরনের কৌশল অবলম্বণ করায় ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি আছে কি না।
রিপাবলিকান পার্টির দাবি, এ পদক্ষেপকে আরও ইতিবাচক শিরোনাম জোগাড় করার ও নিজস্ব ‘হানিমুন’ পর্ব চালিয়ে যাওয়ার আপাত প্রচেষ্টা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের স্থলাভিষিক্ত হওয়া হ্যারিস।
এদিকে, ২৪ দিন আগে নির্বাচনের দৌড়ে যোগ দেওয়ার পর থেকে হ্যারিসকে এখনও কোনো সাক্ষাৎকার বা সংবাদ সম্মেলনে অংশ নিতে দেখা যায়নি।
অ্যাক্সিওস-এর সাম্প্রতিক প্রতিবেদনের পর নানা মহলে আক্রোশ বাড়তে দেখা গেছে, যেখানে এক ট্রাম্প সমর্থক লেখেন, “হায় খোদা!’ ইতিহাস বদলাতে কমলা এখন নিজস্ব বিজ্ঞাপনে সংবাদের শিরোনামও এডিট করছেন, তাও কোনো প্রকাশনার অনুমতি না নিয়েই।”
‘তারা আর কতো নিচে নামতে পারে!” যোগ করেন তিনি। আর হ্যারিস ‘মার্ক্স মতাদর্শের’ অনুসারী, যা তিনি নিজের জ্যামাইকান বংশোদ্ভুত মার্কিন বাবা থেকে পেয়েছেন, এমন দাবিও করেন তিনি।
ড্যামোক্র্যাট দলের জনসংযোগ বিভাগের এক সূত্র অ্যাক্সিওস’কে বলেছে, তারা সংবাদের লিংক থাকা সার্চ বিজ্ঞাপন কেনে যাতে ভোটাররা ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে তথ্য জানতে গিয়ে আরও প্রাসঙ্গিকতা খুঁজে পান।
“কোনো সংগঠন কেন গার্ডিয়ানের মতো বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের সঙ্গে নিজের নাম জড়াতে চায়, সে বিষয়টি বোধগম্য হলেও সেটা যেন সঠিক উপায়ে এবং আমাদের অনুমতি নিয়ে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে,” অ্যাক্সিওস’কে বলেন ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক মুখপাত্র।
“এ অনুশীলন সম্পর্কে আরও তথ্য পেতে আমরা গুগলের সঙ্গে যোগাযোগ করছি।”
‘হ্যারিস ফর প্রেসিডেন্ট’ শীর্ষক বিভিন্ন বিজ্ঞাপনে সিএনএন, ইউএসএ টুডে এবং এনপিআর-এর মতো সংবাদমাধ্যমগুলোর লিংক দেখা গেছে। তবে তাদের দাবি, এ বিষয়ে তারা ওয়াকিবহাল ছিল না।