টিকটকে সংশ্লিষ্ট সাউন্ডট্র্যাক ব্যবহার করা ৪৩৯টি ভিডিও পোস্ট পাওয়া গেছে, যার মধ্যে একাধিক পোস্টে কুখ্যাত আইএস নেতাদের ছবি রয়েছে।
Published : 14 Aug 2024, 04:37 PM
জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট (আইএস)’-এর সমর্থকদের বিরুদ্ধে টিকটকের একটি বহুল ব্যবহৃত ফিচারের সুযোগ নেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি টিকটকে এক ব্যবহারকারীর এমন ছবি দেখা গেছে, যেখানে তিনি নিজের দুই সন্তানকে কোলে নিয়ে আছেন। এ ছাড়া, আরেক ছবিতে তাকে জিমের জীর্ণ পাঞ্চিং ব্যাগ নিয়ে প্রশিক্ষণ নিতেও দেখা গেছে।
পোস্টটি দেখতে সাধারণ বলে মনে হলেও, এর অডিও’র বেলায় বিষয়টি এমন নয়। এই পোস্টে আরবি ভাষার একটি বক্তৃতা রয়েছে, যার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ইসলামী সংগীত ‘নাশিদ’।
ইসলামী বিশ্বে নাশিদ গান খুব সাধারণ বিষয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক মতাদর্শের সম্পৃক্ততা নেই। তবে, ওই পোস্টে থাকা গানটির বাণীতে ইসলামিক স্টেটের প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে।
টিকটকের অ্যালগরিদম এমন যে, এতে কনটেন্টের অডিও সংশ্লিষ্ট কনটেন্ট সহজেই খুঁজে পাওয়া যায়, কারণ এর অডিও কাজ করে হ্যাশট্যাগ হিসেবে। এর ফলে, ওই সুনির্দিষ্ট গান ব্যবহার করা সকল ভিডিও দেখার সুযোগ মেলে।
এমনকি অ্যাপে এর চেয়ে সুস্পষ্ট বা ‘গ্রাফিক’ কনটেন্ট দেখতে ব্যবহারকারীকে স্রেফ একটি ‘টাচ’ বা ‘ক্লিক’ করতে হয়।
টিকটকে সংশ্লিষ্ট সাউন্ডট্র্যাক ব্যবহার করা ৪৩৯টি ভিডিও পোস্ট পাওয়া গেছে, যার মধ্যে একাধিক পোস্টে কুখ্যাত আইএস নেতাদের ছবি রয়েছে। এর মধ্যে রয়েছেন জল্লাদ মোহাম্মদ এমওয়াজি, যিনি পশ্চিমা গণমাধ্যমে ‘জিহাদি জন’ নামে বেশি পরিচিত।
এর মধ্যে কিছু কিছু ভিডিও’তে আইএস নিয়ন্ত্রিত ইরাক ও সিরিয়ার কয়েকটি এলাকার দৃশ্য এমনকি জঙ্গি সংগঠনটির অফিসিয়াল সম্প্রচার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন বার্তার স্ক্রিনশটও দেখা গেছে।
এর মধ্যে একটি ভিডিও’তে এক মুখোশধারী ব্যক্তিকে কমলা রঙের পোশাক পরা এক বন্দীর দিকে বন্দুক তাক করে রাখতে দেখা গেছে। আইএস’র কাছে জিম্মি ভুক্তভোগীদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এই কুখ্যাত পোশাকটি পরানো হয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
কী আছে আইএস-এর নাশিদ-এ
‘উই হ্যাভ দ্য সোর্ডস’ শীর্ষক গানটি টিকটকে ব্যবহার করা একমাত্র ‘ইসলামিক স্টেট নাশিদ’-এর সাউন্ডট্র্যাক থেকে বেশ আলাদা ধাঁচের।
স্কাই নিউজের দেখা টিকটকে বহুল ব্যবহৃত আইএস নাশিদের মধ্যে একটি ছিল ‘দাওলাতি বাকিয়াহ’র একটি এডিট করা সংস্করণ, যেখানে আইএস বাহিনীর ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের ক্ষতিসাধনের বিষয়টি তুলে ধরা হয়েছে।
টিকটক এ সাউন্ডট্র্যাক সরানোর আগে হাজার হাজার পোস্টে এর ব্যবহার দেখা গেছে।
আইএস-এর অন্যতম অফিসিয়াল মিডিয়া আউটলেট ‘আজনাদ মিডিয়া ফাউন্ডেশন’ প্রকাশিত ‘কামাত আল দাওলা’ গানের সাউন্ডট্র্যাকটি এখনও টিকটকে পাওয়া যাচ্ছে, যা ৩৬৪টি ভিডিও’র সঙ্গে যুক্ত।
এর মধ্যে কিছু পোস্ট টিকটকের মডারেটররা মুছে ফেললেও সাউন্ডট্র্যাকটি টিকটকে ছিল অন্তত ২০২৩ সালের অক্টোবর থেকে।
এদিকে, ২০১৩ সালে ‘আজনাদ মিডিয়া ফাউন্ডেশন’ প্রকাশিত আরেকটি গানের সাউন্ডট্র্যাক প্ল্যাটফর্মটিতে রয়েছে ২০২১ সালের অক্টোবর থেকে।
২০১৩ সালে ‘আজনাদ মিডিয়া ফাউন্ডেশন’-এর প্রকাশিত নাশিদের আরেকটি গানের সাউন্ডট্র্যাক ২০২১ সালের অক্টোবর থেকে শব্দ হিসাবে প্ল্যাটফর্মটিতে রয়েছে, যা এ বিষয়ে স্কাই নিউজের দেখা সবচেয়ে জনপ্রিয় সাউন্ডট্র্যাক ছিল।
এ সাউন্ডট্র্যাক যোগ হয়েছে ১৪ হাজার তিনশ’র বেশি ভিডিও’র সঙ্গে। এর বাণীতে আইএস যোদ্ধাদের কার্যকলাপের প্রশংসা ফুটে উঠেছে। এমনকি ‘ইসলামিক স্টেট ধার্মিকদের রক্ত থেকে উঠে এসেছে’ এমন কথাও উল্লেখ রয়েছে এতে।