বর্তমানে নিজস্ব অনলাইন স্টোর থেকে বিভিন্ন সামগ্রী বিক্রি করে নেটফ্লিক্স। এর মধ্যে রয়েছে স্ট্রেঞ্জার থিংসের মতো জনপ্রিয় সিরিজের টি-শার্ট থেকে শুরু করে লাল রঙের খাম আকৃতির ঘুমানোর ব্যাগ পর্যন্ত।
Published : 14 Oct 2023, 06:49 PM
নিজেদের ‘ডিভিডি ভাড়া নেওয়ার’ ব্যবসা বন্ধ করে দিলেও এবার ভিন্ন উপায়ে কনটেন্ট বিক্রির পরিকল্পনা করছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
‘নেটফ্লিক্স হাউজ’ নামে বিভিন্ন জায়গায় শোরুম খোলার পরিকল্পনা করছে স্ট্রিমিং কোম্পানিটি। আর মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এতে নেটফ্লিক্সের বিভিন্ন কনটেন্টের পাশাপাশি খাবারও বিক্রি করা হবে।
এসব দোকান কোথায় খুলবে, তা নিয়ে এখনও তেমন বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও ইঙ্গিত মিলেছে, ২০২৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে প্রথম শোরুম চালু করতে পারে নেটফ্লিক্স।
“আমরা দেখেছি, ভক্তরা কীভাবে আমাদের সিনেমা ও টিভি শো’র জগতে নিজেদের সম্পৃক্ত করতে পছন্দ করেন। তাই একে কীভাবে পরবর্তী পর্যায়ে নেওয়া যায়, তা নিয়ে অনেক চিন্তা করেছি আমরা।” --ব্লুমবার্গকে বলেন নেটফ্লিক্সের গ্রাহক পণ্য বিভাগের ভিপি জশ সিমন।
বর্তমানে নিজস্ব অনলাইন স্টোর থেকে বিভিন্ন সামগ্রী বিক্রি করে নেটফ্লিক্স। এর মধ্যে রয়েছে স্ট্রেঞ্জার থিংসের মতো জনপ্রিয় সিরিজের টি-শার্ট থেকে শুরু করে লাল রঙের খাম আকৃতির স্লিপিং ব্যাগ পর্যন্ত।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘স্কুইড গেইম: দ্য ট্রায়ালস’-এর মতো ‘ইমার্সিভ’ অভিজ্ঞতার পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনে স্ট্রেঞ্জার থিংস সিরিজের প্রিকুয়েল সংস্করণের স্টেজ শো’ও আয়োজন করে থাকে নেটফ্লিক্স। তবে, নেটফ্লিক্স হাউজ হতে যাচ্ছে কোম্পানির প্রথম স্থায়ী শোরুম।
নতুন আয়ের উৎস খোঁজার পাশাপাশি কোম্পানির বিভিন্ন পরিষেবার দামও বাড়াচ্ছে নেটফ্লিক্স। আর এর মধ্যেই এ খবর এল।