কেউ অপারেটিং সিস্টেম আপডেট করলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবেই পুনরুদ্ধার করার মতো ছবি ও ভিডিও’র জন্য স্ক্যান করবে।
Published : 16 Jul 2024, 06:05 PM
আইওএস-এর নতুন সংস্করণের ফটোজ অ্যাপের সঙ্গে একটি ‘রিকভার্ড’ অ্যালবাম যুক্ত করেছে অ্যাপল, যা হারানো বা ক্ষতিগ্রস্থ ছবি ও ভিডিও ফাইল সংরক্ষণ করবে।
অ্যাপল বলছে, ফিচারটি আগের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্থ হওয়া ছবি ও ভিডিও শনাক্ত করবে এবং ‘রিকভার্ড’ অ্যালবামের মাধ্যমে সেগুলো দেখাবে।
নতুন এ অ্যালবামটি আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮ এবং ম্যাকওএস সিকোয়া-তে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক।
নতুন ‘রিকভার্ড’ অ্যালবামটি দেখা যাবে ‘রিসেন্টলি ডিলিটেড’ অ্যালবামের পাশে।
অ্যাপল আরও বলেছে, কেউ অপারেটিং সিস্টেম আপডেট করলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবেই পুনরুদ্ধার করার মতো ছবি ও ভিডিও খুঁজবে।
বিভিন্ন উপায়েই ছবি বা ভিডিও হারিয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্থ হতে পারে। উদাহরণ হিসেবে, ‘ডেটাবেজ করাপশন’-এর কারণে এমন হতে পারে। এ ছাড়া, কেউ একটি ছবি তুললে ত্রুটির কারণে সেটি ঠিকভাবে ফোনে সেইভ নাও হতে পারে
পাশাপাশি, ডিভাইসের ফটো লাইব্রেরি পরিচালনার অনুমতি রয়েছে এমন থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও ছবি অথবা ভিডিও ক্ষতিগ্রস্থ হতে পারে।
নিচের পদক্ষেপ অনুসরণ করে ফটো অ্যাপের নতুন ‘রিকভার্ড’ অ্যালবাম খুঁজে পেতে পারেন।
১. ফটো অ্যাপটি চালু করুন।
২. নিচে স্ক্রল করে ‘ইউটিলিটিজ’ অপশনটি খুঁজে বের করুন।
৩. ‘রিকভার্ড’ অ্যালবামে চাপ দিন। এবারে ফেইস অথবা টাচ আইডি দিয়ে নিজের পরিচয় যাচাই করুন।
৪. ছবি বা ভিডিও বেছে নিন। পুরোপুরি ডিলিট করার জন্য ‘পার্মানেন্টলি ডিলিট’ অপশনটি বেছে নিন। পুনরুদ্ধারের জন্য ‘রিস্টোর টু লাইব্রেরি’ অপশন বেছে নিন।
তবে, মনে রাখবেন নতুন ‘রিকভার্ড’ ফোল্ডারটি কেবল তখনই দেখা যাবে যখন ফোনে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্থ ছবি থাকবে।
এই রিকভার্ড অ্যালবামের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিও পুরোপুরি ডিলিট করার বিষয়টি নিশ্চিত করতে বাড়তি নিয়ন্ত্রণ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ৯টু৫ ম্যাক।