“আমাদের জন্য এটি এখনও মেক্সিকো উপসাগর এবং গোটা বিশ্বের জন্যও এটি এখনও মেক্সিকো উপসাগরই থাকবে।”
Published : 28 Jan 2025, 04:52 PM
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপস-এ মেক্সিকো উপসাগর ‘গালফ অফ মেক্সিকো’র নাম বদলে ‘গালফ অফ আমেরিকা’ রাখবে এর মূল কোম্পানি গুগল।
মঙ্গলবার এক ঘোষণায় মার্কিন টেক জায়ান্টটি বলেছে, যুক্তরাষ্ট্রের ‘জিওগ্রাফিক নেইমস সিস্টেম’-এ মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে হালনাগাদ হওয়ার পরে দেশটির ব্যবহারকারীদের জন্যও গুগল ম্যাপস-এ এর নাম বদলে ‘গালফ অফ আমেরিকা’ করবে তারা।
গুগল এক এক্স পোস্টে বলেছে, “সরকারি সূত্রে কোনো স্থানের নাম পরিবর্তন করা হলে ওই স্থানের নাম নিজেদের অ্যাপে হালনাগাদ করার দীর্ঘদিনের রীতি রয়েছে” তাদের।
এ পরিবর্তনটি কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা দেখতে পাবেন এবং মেক্সিকোতে এ উপসাগরের নাম মেক্সিকো উপসাগরই থাকবে। তবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাইরের গুগল ম্যাপস ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পাবেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
গত সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আনুষ্ঠানিকভাবে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ করেছে তারা।
মন্ত্রণালয়টি আরও বলেছে, যুক্তরাষ্ট্রের ‘জিওগ্রাফিক নেইমস ইনফরমেশন সিস্টেম’-এ এসব ফিচারের নাম হালনাগাদ করতে ‘দ্রুত’ কাজ করছে দেশটির ‘বোর্ড অন জিওগ্রাফিক নেইমস’।
এদিকে, দেশটির ফেডারেল কর্মকর্তারা বলেছেন, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আলাস্কার ডেনালি’র নাম বদলে রাখা হয়েছে ‘মাউন্ট ম্যাককিনলে’।
উত্তর আমেরিকার এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে কী নামে ডাকা যায় তা নিয়ে বিতর্ক চলছে বহু বছর ধরেই। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে শৃঙ্গটিকে ডেনালি নামে ডাকার সিদ্ধান্ত নেয় বারাক ওবামা প্রশাসন, যে নামটি একসময় ব্যবহার করত স্থানীয় আদিবাসীরা।
যুক্তরাষ্ট্র পর্বতশৃঙ্গের নাম বদলের পর গুগল ম্যাপস-এও ডেনালি’র নাম বদলে ‘মাউন্ট ম্যাককিনলে’ রাখার ঘোষণা দিয়েছে গুগল।
২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা পরই বেশ কয়েকটি নির্বাহী আদেশ সই করে এসব নাম বদলে ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ মাসের শুরুতে রসিকতা করে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম বদলে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। এ অঞ্চলের প্রাথমিক মানচিত্রে ব্যবহৃত এক ঐতিহাসিক নাম এটি।
এ নাম পরিবর্তন বাস্তবায়নের আদেশে ট্রাম্প সই করার পর শেইনবাউম বলেছিলেন, “আমাদের জন্য এটি এখনও মেক্সিকো উপসাগর এবং গোটা বিশ্বের জন্যও এটি এখনও মেক্সিকো উপসাগরই থাকবে।”