ফিচারটি কিছু পাঠককে জানিয়েছিল, ‘ইউনাইটেডহেলথকেয়ার’-এর সিইও ব্রায়ান টম্পসনকে হত্যায় অভিযুক্ত লুইজি ম্যাঙ্গিওন নিজেকে গুলি করেছেন, যে তথ্যটি সঠিক ছিল না।
Published : 18 Jan 2025, 03:33 PM
সংবাদ শিরোনামের সারসংক্ষেপে বারবার ভুল করার জন্য সমালোচনা ও অভিযোগের মুখে পড়ে শেষ পর্যন্ত নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার সাময়িকভাবে বন্ধ করল অ্যাপল।
পরিষেবাটি তুলে নেওয়ার জন্য টেক জায়ান্টটির ওপর চাপ বাড়ছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ বিষয়ে অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, “আমরা ফিচারটির উন্নতির জন্য কাজ করছি। আর ভবিষ্যতে আইওএসের সফটওয়্যার আপডেটে সেগুলো পাওয়া যাবে।”
এর আগে অ্যাপলের এ এআই ফিচারটি কিছু পাঠককে জানিয়েছিল, ‘ইউনাইটেডহেলথকেয়ার’-এর সিইও ব্রায়ান টম্পসনকে হত্যায় অভিযুক্ত লুইজি ম্যাঙ্গিওন নিজেকে গুলি করেছেন, যে তথ্যটি সঠিক ছিল না।
অ্যাপলের এআই ফিচারের ভুল তথ্য দেওয়া নিয়ে সে সময় প্রতিবেদনও করেছে বিবিসি। সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম’সহ অন্যান্যদের প্রতিবেদন বলছে, এই ফিচারটি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিভিন্ন শিরোনামের সারসংক্ষেপেও ভুল করছিল।
সংবাদমাধ্যম ও বিভিন্ন প্রেস দল অ্যাপলকে পিছু হটতে বাধ্য করার পাশাপাশি সতর্ক করে বলেছিল, ফিচারটি এখনও প্রস্তুত নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এসব ত্রুটি ভুল তথ্য ও সংবাদের উপর অনাস্থা আরও বাড়িয়ে তুলছে।
অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, “আইওএস ১৮.৩, আইপ্যাডওএস ১৮.৩ ও ম্যাকওএস সিকোইয়া ১৫.৩-এর সর্বশেষ বেটা সফটওয়্যার সংস্করণ উন্মোচিত হওয়া পর্যন্ত তাদের নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগটির নোটিফিকেশন সারসংক্ষেপ সাময়িকভাবে বন্ধ থাকবে।”
কুপারটিনোভিত্তিক কোম্পানিটি বলেছে, অন্যান্য অ্যাপের ক্ষেত্রে এআইয়ের মাধ্যমে তৈরি অ্যাপ সতর্কমূলক বিভিন্ন সারসংক্ষেপ ইটালিক টেক্সট ব্যবহার করে দেখাবে।
বিবিসি’র এক মুখপাত্র বলেছেন, “অ্যাপল আমাদের উদ্বেগের কথা শুনেছে এবং সংবাদের জন্য সারসংক্ষেপ ফিচারটি বন্ধ রেখেছে এজন্য আমরা আনন্দিত।”
এদিকে, চীনে অ্যাপলের স্মার্টফোন বিক্রির সংকটের খবর প্রকাশের পর বৃহস্পতিবার কোম্পানির শেয়ারের দাম ৪ শতাংশেরও বেশি কমে গেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।