সিগনাল ব্যবহারের জন্য প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন। অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক ওএস’সহ প্রায় প্রতিটি অপারেটিং সিস্টেমেই ব্যবহার করতে পারবেন।
Published : 01 Apr 2025, 04:07 PM
সিগনাল এমন একটি অ্যাপ, যা সরাসরি বার্তা ও গ্রুপ চ্যাটের পাশাপাশি ফোন এবং ভিডিও কলের জন্যও ব্যবহার করা যেতে পারে। সিগনাল অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য মেসেজিং অ্যাপের চেয়ে উন্নত, যার মূলে রয়েছে এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
সহজ কথায় বলতে গেলে, কেবল প্রেরক ও প্রাপকই সিগনাল অ্যাপের এসব টেক্সট বার্তা পড়তে পারবেন। এমনকি এসব বার্তায় সিগনাল কর্তৃপক্ষেরও প্রবেশ করার সুযোগ নেই।
সিগনাল ব্যবহারের জন্য প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন। অ্যান্ড্রয়েড ও আইওএসের পাশাপাশি উইন্ডোজ ও ম্যাক ওএস’সহ প্রায় প্রতিটি ডেস্কটপ অপারেটিং সিস্টেমেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
অ্যাপ স্টোর বা গুগলের প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ইনস্টল করার পর আপনার ফোন নম্বর বা নাম ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।
যেভাবে গ্রুপ তৈরি করবেন
সিগনালে গ্রুপ চ্যাট তৈরি করতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
● ইন্টারফেইসের শীর্ষে থাকা আইকনটি ট্যাপ করুন।
● এখানে নতুন গ্রুপ নির্বাচন করুন।
● আপনার পরিচিতি তালিকা থেকে অংশগ্রহণকারীদের নাম নির্বাচন করে বা তাদের ব্যবহারকারীর নাম বা ফোন নম্বর দিয়ে তাদের গ্রুপ চ্যাটিংয়ে যোগ করুন।
● গ্রুপের একটি নাম দিন ও চাইলে প্রোফাইল ছবিও দিতে পারেন।
● এ গ্রুপ চ্যাটিংয়ের মেসেজ বা কনটেন্ট যদি খুব বেশি সংবেদনশীল হয় তবে গ্রুপের ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনটি চালু করতে পারেন। এতে নিদির্ষ্ট সময় পর গ্রুপের মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
কিছু দরকারি টিপ
এ গ্রুপ চ্যাটিংয়ে কে কে অন্যদের আমন্ত্রণ জানাতে পারবে তা সীমিত করতে সিগনালের ‘পারমিশন’ ফিচারটি ব্যবহার করতে পারেন।
● এজন্য আপনার গ্রুপটি খুলুন ও চ্যাট সেটিংস দেখতে গ্রুপের নামটি চাপুন।
● এরপর নিচে স্ক্রল করুন ও ‘পারমিশন’ অপশনটি বাছাই করুন।
● এখন ‘অ্যাড মেম্বার্স’-এ ট্যাপ করে ‘অনলি অ্যাডমিন’ অপশনটি বেছে নিন।
যেভাবে গ্রুপ চ্যাটিংয়ে কাউকে অ্যাড করবেন
কাউকে গ্রুপে অ্যাড করার সহজ উপায় হচ্ছে আপনার সিগনাল গ্রুপের লিংক বা কিউআর কোড তাকে শেয়ার করা। এর মাধ্যমে আপনি সহজেই কাউকে গ্রুপে অ্যাড করতে পারবেন।
অতিরিক্ত নিরাপত্তার জন্যও আপনি এ সিস্টেমটি গ্রুপে সেট করতে পারেন। এতে যারাই এ গ্রুপে যোগ দেবে তাদের এই লিংকটি অ্যাডমিনের মাধ্যমে অনুমোদন করতে হবে।
● কাউকে অ্যাড করতে গ্রুপটি খুলুন ও এর ‘সেটিংস’ অপশনে যান এবং এতে ট্যাপ করুন।
● এরপর নীচের দিকে স্ক্রল করুন ও গ্রুপ লিংকটি নির্বাচন করুন।
● এখন যাদেরকে এই গ্রুপে অ্যাড করতে চান তাদের কাছে লিংকটি পাঠান।
আপনি চাইলে এই গ্রুপে থাকা ব্যক্তিদের নাম পরিবর্তন করে ডাক নামও দিতে পারেন।