এই ফিচারে ব্যবহারকারীকে নিজের বার্তা রিফ্রেশ করা ও টাইপিংয়ের বিভিন্ন ভুল ঠিক করা বা বার্তা সম্পাদনা করার জন্য পাঁচ মিনিট সময় দেবে স্ন্যাপচ্যাট।
Published : 03 May 2024, 03:22 PM
অবশেষে নিজের গণ্ডি পেরিয়ে বেশিরভাগ মেসেজিং অ্যাপের তালিকায় যুক্ত হতে ব্যবহারকারীদের জন্য বার্তা সম্পাদনার সুযোগ নিয়ে আসছে স্ন্যাপচ্যাট।
ফিচারটি ‘শিগগিরই’ চালু হবে। তবে কোম্পানিটি বলেছে, প্রাথমিকভাবে কেবল ‘স্ন্যাপচ্যাট প্লাস’ গ্রাহকরাই এটি ব্যবহারের সুযোগ পাবেন।
এই ফিচারে ব্যবহারকারীকে নিজের বার্তা রিফ্রেশ করা ও টাইপিংয়ের বিভিন্ন ভুল ঠিক করা বা বার্তা সম্পাদনা করার জন্য পাঁচ মিনিট সময় দেবে স্ন্যাপচ্যাট।
এ ছাড়া, যেসব বার্তা সম্পাদনা করা হয়েছে সেগুলোতে লেবেলও যোগ করা হবে। ফলে, কোন বার্তাগুলো পরিবর্তিত হয়েছে, সে সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী।
এই ফিচারটি সকল ব্যবহারকারীর জন্য কবে নাগাদ চালু হবে, তা এখনও বলেনি স্ন্যাপ। তবে, নিজেদের আর্থিক ফিভিত্তিক গ্রাহক সেবায় স্ন্যাপচ্যাট প্রায়ই এমন ফিচার নিয়ে আসে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
গত সপ্তাহে স্ন্যাপচ্যাট ঘোষণা দেয়, তাদের মাসিক তিন দশমিক ৯৯ ডলারের গ্রাহক সেবা ‘স্ন্যাপচ্যাট প্লাস’ ৯০ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে।
এ ছাড়াও, অ্যাপটিতে বেশ কিছু ‘নন-এক্সক্লুসিভ’ ফিচার যোগ করছে স্ন্যাপ, যার মধ্যে রয়েছে চ্যাটিংয়ের জন্য আপডেট করা ইমোজি প্রতিক্রিয়া, রিমাইন্ডার তৈরির জন্য ‘মাই এআই’ ব্যবহারের সুবিধা এবং বিটমোজির জন্য এআইয়ের মাধ্যমে প্রসাধনী তৈরির সুযোগ।
এর পাশাপাশি, নতুন এক ধরনের এআই লেন্সও দেখিয়েছে কোম্পানিটি, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন সেলফিকে ৯০’র দশকের থিমে পরিণত করার সুযোগ পাবেন।