ফেডজাই বলেছে তাদের প্রযুক্তি ন্যানো সেকেন্ডের মধ্যেই সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে ঠেকাতে পারে, পাশাপাশি পৃথক করতে পারে বৈধ লেনদেনকেও।
Published : 20 Nov 2023, 04:26 PM
ক্রিপ্টো মুদ্রার লেনদেনে জালিয়াতি ঠেকাতে এআই প্রযুক্তি সংযোজন করে নিজেদের প্রচেষ্টা জোরদার করছে মাস্টারকার্ড।
এআই ব্যবহার করে অনলাইনে অর্থ পাচার এবং অর্থিক জালিয়াতি ঠেকাতে কোম্পানিটি ফেডজাই নামের একটি প্রযুক্তিভিত্তিক নিয়ন্ত্রক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছে সংবাদসংস্থা সিএনবিসিকে।
এই অংশীদারিত্বের মাধ্যমে ফেডজাই যুক্ত হবে মাস্টারকার্ডের সাইফারট্রেস আর্মাডা এপিআইয়ের সঙ্গে, যা ব্যাংকগুলোকে ছয় হাজার ক্রিপ্টোর বেশি লেনদেনে জালিয়াতি শনাক্ত করতে সাহায্য করে।
এদিকে বর্তমানে ক্রিপ্টো জালিয়াতির ৪০ শতাংশই ব্যাংক লেনদেনের মাধ্যমে সংঘটিত হয়, এমনটাই বলেছে ফেডজাইয়ের ডেটা। এই অংশীদারিত্বের মাধ্যমে ফেডজাইয়ের এআই প্রযুক্তির সঙ্গে যুক্ত হবে মাস্টারকার্ড।
ফেডজাই বলেছে তাদের প্রযুক্তি ন্যানো সেকেন্ডের মধ্যেই সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে ঠেকাতে পারে, তার পাশাপাশি পৃথক করতে পারে বৈধ লেনদেনকেও।
প্রতি বছর ফেডজাইয়ের রিস্কওপস প্ল্যাটফর্ম একলাখ ৭০ হাজার কোটি ডলারের লেনদেন বিশ্লেষণ করে। কোম্পানিটি জানায় তাদের আওতায় একশোটির মতো পেটেন্ট রয়েছে এবং প্রযুক্তিটিকে সুরক্ষিত করতে প্রতি বছর তারা গড়ে ১০টির মতো নতুন পেটেন্ট অধিগ্রহণ করে।