“পিক্সেল স্মার্টফোনের বড় বাজার ভারত। তাই দেশটির জনগণকে সেরা বিল্ট-ইন সফটওয়্যার ও হার্ডওয়্যার দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ আমরা।”
Published : 20 Oct 2023, 04:36 PM
শীঘ্রই ভারতে স্মার্টফোন উৎপাদন শুরু করছে সার্চ জায়ান্ট গুগল। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে নিজস্ব কারখানা চালু করা প্রযুক্তি জায়ান্টদের তালিকায় যুক্ত হল কোম্পানিটি।
বৃহস্পতিবার গুগলের এক নির্বাহী কর্মকর্তা বলেন, কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘পিক্সেল ৮’ বাজারে আসবে আগামী বছর।
‘গুগল ফর ইন্ডিয়া’ নামের আয়োজনে গুগলের ডিভাইস ও সেবা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো বলেন, ভারতে আন্তর্জাতিক ও স্থানীয় উৎপাদকদের সঙ্গে জোট বেঁধে নতুন স্মার্টফোন বানাবে কোম্পানিটি।
“পিক্সেল স্মার্টফোনের বড় বাজার ভারত। তাই দেশটির জনগণকে সেরা বিল্ট-ইন সফটওয়্যার ও হার্ডওয়্যার দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ আমরা।” --বলেন অস্টারলো।
তবে, ভারতে কতগুলো স্মার্টফোন উৎপাদন করা হবে বা এর কারখানাগুলোর অবস্থান কোথায়, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য মেলেনি।
এর পাশাপাশি, ‘গুগল ম্যাপস’ থেকে সরাসরি মেট্রোরেলের টিকেট বুকিংয়ের সুবিধা চালুর ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।
বিশ্বের অন্যতম বৃহৎ লেনদেনভিত্তিক অ্যাপ গুগল পে’র মালিক কোম্পানিটি বৃহস্পতিবার আরও বলেছে, ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য লেনদেন সেবা ‘ডিএমআই ফাইনান্সে’র সঙ্গে জোট বাঁধছে তারা। এর মাধ্যমে অর্থ ধার নেওয়ার সুবিধা মিলবে। এর পরিমাণ শুরু হবে ১৫ হাজার রুপি থেকে।
এরইমধ্যে বেশ কিছু লেনদেনভিত্তিক সেবার মাধ্যমে অর্থ ধার দিয়ে থাকে গুগল পে। এ ছাড়া, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়া ‘ইউপিআই’ ক্রেডিট সুবিধাটিও চালু করছে কোম্পানিটি।
ভারতে ব্যক্তিগত ক্ষুদ্র লোনের চাহিদা ক্রমাগত বাড়ছে, যেটি নিয়ে শঙ্কিত কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই গুগলের এই পদক্ষেপ এল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে বেশিরভাগ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড সংস্করণের স্মার্টফোন ব্যবহার করায় দেশটিকে বড় বাজার হিসেবে বিবেচনা করে গুগল।
তবে, দেশটির ব্যবসায়িক ও নিয়ন্ত্রক ব্যবস্থা বেশ চ্যালেঞ্জিং। বিভিন্ন স্টার্টআপ এমনকি ডিজনির মতো কোম্পানিও ভারতের অ্যাপ বিষয়ক নীতিমালাকে চ্যালেঞ্জ জানিয়েছে।
অ্যান্ড্রয়েড বাজারে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে এরইমধ্যে বেশ কিছু মামলার বিরুদ্ধে লড়ছে গুগল।
এদিকে, গত সপ্তাহে গুগল প্রধান সুন্দার পিচাইয়ের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে ‘গুজরাট ইন্টারন্যাশনাল টেক-সিটি (গিফট)’-এ কোম্পানির কার্যক্রম শুরু করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের মতো বৈশ্বিক কোম্পানিগুলো ভারতকে ‘বিনিয়োগের পরবর্তী জায়গা’ হিসেবে দেখছে। বাজার বিশ্লেষক কোম্পানি কাউন্টারপয়েন্টের তথ্য অনুসারে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাপলের সামগ্রিক স্মার্টফোন বিক্রির সাত শতাংশে ভূমিকা রাখবে ভারত।
সম্প্রতি দেশটিতে সেমিকন্ডাক্টর কারখানা চালুর ঘোষণা দিয়েছে মার্কিন চিপ জায়ান্ট মাইক্রন টেকনোলজি।