রোববার ছাত্রদের অভিভাবকদের ইমেইল বার্তায় বিষয়টি জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি বেহাত হওয়া তথ্যের মধ্যে ছিল ছাত্রদের ‘সোশাল সিকিউরিটি নাম্বার’ ও জন্মের তারিখও।
Published : 26 Jun 2023, 07:58 PM
‘মুভ ইট’ হ্যাকিংয়ের শিকার হওয়া সর্বশেষ সংস্থা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের শিক্ষা বিভাগ। এর ফলে, কুখ্যাত র্যানসমওয়্যার ক্লপ-এর মাধ্যমে বেহাত হয়ে গেছে ৪৫ হাজার শিক্ষার্থীর ব্যক্তিগত ডেটা।
রোববার ছাত্রদের অভিভাবকদের ইমেইল বার্তায় বিষয়টি জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি বেহাত হওয়া তথ্যের মধ্যে ছিল ছাত্রদের ‘সোশাল সিকিউরিটি নাম্বার’ ও জন্মের তারিখও।
নিউ ইয়র্কের শিক্ষা বিভাগ বলেছে, হ্যাকাররা সংস্থার কর্মীদের ব্যক্তিগত তথ্যেও প্রবেশ করেছে। তবে, এতে কতজন শিক্ষক বা অন্যান্য কর্মী আক্রান্ত হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
“নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগের কাছে ছাত্র ও কর্মীদের ব্যক্তিগত তথ্য ও সেগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাইবার হামলায় ঠিক কোন গোপন তথ্যগুলো ফাঁস হয়েছে ও প্রতিটি আক্রান্ত ব্যক্তির ওপর এর প্রভাব নির্ধারণ করা আমাদের শীর্ষ অগ্রাধিকার।” --রোববার বলেছে সংস্থাটি।
“এর পরিকল্পনা বাস্তবায়নের পরপরই আমরা গোপন তথ্য ফাঁস হওয়া ব্যক্তিদের জন্য বিজ্ঞপ্তি তৈরি শুরু করব। বিজ্ঞপ্তির পাশাপাশি তাদেরকে একটি পরিচয় মনিটরিং পরিষেবায় যুক্ত হওয়ার প্রস্তাবনা দেওয়া হবে।”
‘মুভইট’ হ্যাকিংয়ে আক্রান্ত হওয়া বেশ কিছু সংস্থার একটি হলো নিউ ইয়র্ক শিক্ষা বিভাগ। জুনের শুরুতে এর দখল নিয়েছে ‘ক্লপ’ ব্যবহারকারী হ্যাকার দল, যাদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করা হয়।
দলটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম পেনশন তহবিলের পাশাপাশি ‘শত শত কোম্পানির’ সার্ভার লঙ্ঘনের উদ্দেশ্যে ‘জিরো-ডে’ নামের সফটওয়্যার দুর্বলতার সুযোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
অন্যান্য ভুক্তভোগীর তুলনায় শিক্ষা বিভাগের ‘তথ্য বেহাতের মাত্রা নেহাতই ক্ষুদ্র’ হিসেবে বিবেচিত। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারের হ্যাকিংয়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও আছেন।
প্রযুক্তিবিষয়ক সাইট ‘ব্লিপিং কম্পিউটার’কে দেওয়া সাক্ষাৎকারে দলটি দাবি করে, সরকারী সংস্থা, সামরিক বাহিনী ও শিশু হাসপাতাল থেকে পাওয়া তথ্য তারা মুছে দেবে। তবে এর মধ্যে শিক্ষার্থীদের ডেটা অন্তর্ভুক্ত কি না, সেটি পরিষ্কার নয়।