শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে আর কে মিশন রোডের গ্রিন বাড নার্সারি স্কুলে।
Published : 06 Oct 2023, 11:51 PM
বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে ঢাকায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উদযাপন করা হচ্ছে ‘স্পুৎনিক কসমসফেস্ট’।
মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুৎনিক উৎক্ষেপণের ৬৬তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার এলিফ্যান্ট রোডের এডিডিএল জেইনে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
১৯৫৭ সালের ৪ অক্টোবর ‘স্পুৎনিক’ উৎক্ষেপণ করা হয়। দিনটি স্মরণে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, গ্রিড বাড নার্সারি স্কুল ও রাশিয়ান হাউস ঢাকা যৌথভাবে দুই দিনের উৎসব আয়োজন করে।
প্রথমদিন শুক্রবার এ উৎসবে ছিল শিক্ষার্থীদের নিয়ে রকেটের মডেল তৈরি কার্যক্রম, মহাকাশ বিষয়ক চিত্রাঙ্কন, অ্যাস্ট্রো-ফটোগ্রাফি প্রদর্শনী, জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান আলোচনা।
সন্ধ্যায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী জামাল আহমেদ।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল ডভয়চেনকভ, কবি আলফ্রেড খোকন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জিকরুল আহসান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্পুৎনিক কসমসফেস্টের পরিচালক মশহুরুল আমিন।
শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে আর কে মিশন রোডের গ্রিন বাড নার্সারি স্কুলে (রোজ গার্ডেনের উত্তর দিকে)। সেখানে অনুষ্ঠান চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।