জিবোর্ডের সেটিংস মেনু থেকে অটোকারেক্ট ফিচারের টগল চালু বা বন্ধ করতে হবে।
Published : 15 Sep 2024, 06:33 PM
ফোনের টাইপ করার সময় কিবোর্ডের অটোকারেক্ট ফিচার বিভিন্নভাবে কাজ করতে পারে। কেউ বন্ধুদের সঙ্গে ঘনঘন ও দ্রুত চ্যাটিং করলে ফিচারটি বিভিন্ন শব্দ নিজে থেকে ঠিক করতে পারে। আবার অনেক সময় কোনো জায়গার নাম বা শব্দ বদলে একদম অন্যরকম মানে দাঁড় করিয়ে দিতে পারে।
আর তাই কেউ চাইলে অটোকারেক্ট ফিচারটি নিজের দরকার অনুসারে বন্ধ বা চালু করে নিতে পারেন। এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে গুগলের জিবোর্ড অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা থাকে। কেউ থার্ড পার্টি কিবোর্ড ব্যবহার করলে পদ্ধতিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া, স্যামসাং ফোনের ডিফল্ট কিবোর্ডের ফিচার পরিবর্তনের পদ্ধতি আলাদা।
বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে
জিবোর্ডের সেটিংস মেনু থেকে অটোকারেক্ট ফিচারের টগল চালু বা বন্ধ করতে হবে। কিবোর্ড সেটিংস চালু করা মূলত ফোনের ওপর নির্ভর করে। পিক্সেল ফোনের বেলায় নিচের পদ্ধতি সরাসরি কাজ করবে।
১. ফোনের সেটিংস অ্যাপ চালু করুন।
২. ‘সিস্টেম’ অপশন চাপুন।
৩. ‘কিবোর্ড’ অপশন বেছে নিন।
৪. ‘অন স্ক্রিন কিবোর্ড’ অপশনে চাপুন।
৫. ‘জিবোর্ড’ অপশনটি বেছে নিন।
এ ছাড়া আরও একটি সহজ উপায় রয়েছে। প্রথমে যে কোনো টেক্সট বক্স থেকে জিবোর্ড চালু করুন। এরপর ‘কমা’ বোতামে চেপে ধরে রাখুন। পপ আপ অপশন থেকে সেটিংস আইকনে আপলেই জিবোর্ড সেটিংস চালু হয়ে যাবে। এটি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের বেলায় কাজ করবে।
১. জিবোর্ড সেটিংস চালু হওয়ার পরে, ‘টেক্সট কারেকশন’ অপশনটি বেছে নিন।
২. নিচে স্ক্রল করে ‘কারেকশনস’ অপশনে যান।
৩. এখান থেকে ‘অটো-কারেকশন’ অপশনের টগলটি চালু অথবা বন্ধ করে নিন।
স্যামসাং ফোনে
স্যামসাং গ্যালাক্সি ফোনগুলোতে ডিফল্টভাবে স্যামসাং কিবোর্ড থাকে। ফলে, অটো কারেকশন বন্ধ করার পদ্ধতি কিছুটা আলাদা।
১. সেটিংস অপশনে যান।
২. ‘জেনারেল ম্যানেজমেন্ট’ অপশনটি চালু করুন।
৩. ‘স্যামসাং কিবোর্ড সেটিংস’ অপশনটি চালু করুন।
৪. পরের স্ক্রিনে ‘প্রেডিক্টিভ টেক্সট’ অপশনের পাশের টগল ব্যবহার করে অটো কারেক্ট ফিচার চালু বা বন্ধ করে নিতে পারবেন।