অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওপেনএআই। বিনিয়োগ হলে ওপেনএআই বোর্ডে অ্যাপল পর্যবেক্ষকের ভূমিকাও পেতে পারে।
Published : 31 Aug 2024, 02:55 PM
নতুন তহবিল সংগ্রহের অংশ হিসেবে ওপেনএআইতে বিনিয়োগের জন্য আলোচনা করছে দুই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও এনভিডিয়া।
বৃহস্পতিবারের বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদনে উঠে এসা এ তথ্য সঠিক হলে চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানির বাজার মূল্য ১০ হাজার কোটি ডলার হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
অ্যাপলের আগ্রহের বিষয়ে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। আর, এনভিডিয়ার সম্ভাব্য সম্পৃক্ত থাকার বিষয়ে প্রতিবেদন করেছে ব্লুমবার্গ নিউজ।
ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থ্রাইভ ক্যাপিটাল ওপেনএআইতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে এ তহবিল সংগ্রহে নেতৃত্ব দেবে, ওয়াল স্ট্রিট জার্নাল এমন প্রতিবেদন প্রকাশের একদিন পরেই নতুন এ খবর সামনে এল।
এ প্রসঙ্গে রয়টার্সের মন্তব্যের অনুরোধের তৎক্ষণাৎ সাড়া দেয়নি অ্যাপল ও ওপেনএআই। অন্যদিকে, থ্রাইভ ক্যাপিটাল, এনভিডিয়া ও মাইক্রোসফট মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে লিখেছে জার্নাল।
অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওপেনএআই। ‘অ্যাপল ইন্টেলিজেন্সে’র অংশ হিসেবে জুন মাসে অ্যাপল ডিভাইসে কোম্পানি’র চ্যাটবট চ্যাটজিপিটি যুক্ত করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
ওপেনএআই-এর বোর্ডে অ্যাপল পর্যবেক্ষকের ভূমিকা পেতে পারে বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
এর আগে, এক হাজার কোটি ডলার বিনিয়োগ করে ওপেনএআইয়ের সবচেয়ে বড় সমর্থক ছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নতুন অর্থায়নেও তারা ফের অংশ নিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
তবে, অ্যাপল, মাইক্রোসফট ও এনভিডিয়া ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে তা অপ্রকাশিত রয়েছে।
ওপেনএআইয়ের এ উঁচু বাজার মূল্যের অন্যতম বড় কারণ দুনিয়াজুড়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে প্রবল উচ্চাশা, যা ২০২২ সালের শেষ নাগাদ চ্যাটজিপিটি প্রকাশের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনা সব জায়ান্ট কোম্পানিকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং এ শিল্পে নিজেদের অবস্থান বজায় রাখতে শত শত কোটি ডলার বিনিয়োগে ঠেলে দিয়েছে।
ফেব্রুয়ারিতে থ্রাইভ ক্যাপিটালের নেতৃত্বে তথাকথিত এক টেন্ডার অফারে, কোম্পানির বিদ্যমান শেয়ার বিক্রির চুক্তি করার পরেই ওপেনএআইয়ের মূল্য ৮ হাজার কোটি ডলার হয়ে দাঁড়ায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।