মেলার প্রদর্শনীতে অংশ নিয়েছে স্থানীয় ও জাতীয় ৫০টি প্রতিষ্ঠান, যাকে জিআই পণ্য প্রচারে ‘বড় মাইলফলক’ বলে আখ্যা দিয়েছেন আয়োজকরা।
Published : 13 May 2024, 06:28 PM
‘গ্রাম থেকে বিশ্বে’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম জিআই পণ্যের মেলা ‘ডিজিটাল পল্লী: স্মার্ট ভিলেজ এক্সপো’।
১১ মে নাটোরের সিংড়া উপজেলায় আয়োজিত মেলাটির যৌথ উদ্যোক্তা ছিল ‘বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)’ ও ‘ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)’।
মেলাটি উদ্বোধন করেছেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যেখানে আয়োজনের অংশ হিসেবে সিংড়ার দুইশ জন গ্রামীণ উদ্যোক্তাকে ই-কমার্স নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া, ই-কমার্স ডেভলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে দেশের বিভিন্ন জিআই পণ্যের পসরা সাজানো হয় আয়োজনটিতে, যেখানে জামদানী শাড়ী থেকে শুরু করে নাটোরের কাঁচাগোল্লা’সহ দেশের বিভিন্ন অঞ্চলের জিআই পণ্যের পরিচিতি তুলে ধরা হয়।
মেলার প্রদর্শনীতে অংশ নিয়েছে স্থানীয় ও জাতীয় ৫০টি প্রতিষ্ঠান, যাকে জিআই পণ্য প্রচারে ‘বড় মাইলফলক’ বলে আখ্যা দিয়েছেন আয়োজকরা।
প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ এর সুফল প্রান্তিক মানুষকে পৌঁছে দিতে চায়। বিজ্ঞান, প্রযুক্তি ও সরকারের উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে শেখ হাসিনার সরকার।
“আমাদের তরুণদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আর মেশিন লার্নিং, এআই ও রোবটিক্স’সহ বিভিন্ন সর্বাধুনিক প্রযুক্তি আয়ত্তে এনে তাদেরকে বিশ্ব বাজারের উপযোগী করে তুলতে হবে,” তরুণদের উদ্দেশ্যে বলেন তিনি।
মেলা উদ্বোধনের আগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-ক্যাবের পরিচালক মো. আব্দুল ওয়াহেদ তমাল।