‘মানহানিকর বা বিভ্রান্তিকর’ কনটেন্ট ঠেকাতে যথেষ্ট কাজ করেনি টিকটক --এমনই অভিযোগ তুলেছেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল।
Published : 13 Oct 2023, 03:10 PM
‘মানহানিকর বা বিভ্রান্তিকর’ কনটেন্ট ঠেকাতে যথেষ্ট কাজ করেনি টিকটক --এমনই অভিযোগ তুলেছেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল।
বৃহস্পতিবার মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার বেশ কয়েকটি স্থানীয় আইন ভেঙেছে চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন সামাজিক মাধ্যমটি।
টিকটক মুখপাত্রদের সঙ্গে বৈঠক শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ফাদজিল বলেন, অভিযোগ পাওয়ার পর কনটেন্ট বিন্যাস ও বিজ্ঞাপন কেনার মতো বিষয়গুলো নিয়েও কাজ করার কথা ছিল টিকটকের।
তবে, তিনি যোগ করেন, টিকটক মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করবে বলে তাকে আশ্বস্ত করেছে। আর এমন ভুলের কারণ দেশটিতে কোম্পানির কোনো প্রতিনিধি না থাকা।
পোস্টে এর চেয়ে বিস্তারিত কিছু বলেননি ফাদজিল।
ওই বৈঠক বা মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে রয়টার্স টিকটকের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিক কোনো জবাব দেননি।
দক্ষিণপূর্ব এশিয়ায় সম্প্রতি বেশ কিছু তদন্তের মুখে পড়েছে টিকটক। এর মধ্যে সামাজিক মাধ্যমে ই-কমার্স ট্রেডিংয়ে নিষেধাজ্ঞা জারি করার পর গত সপ্তাহে টিকটকের আর্থিক লেনদেন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এ ছাড়া, অ্যাপটির ‘ক্ষতিকর’ কনটেন্ট নিয়ে তদন্ত চালাচ্ছে ভিয়েতনামও।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাতি, ধর্ম ও রয়্যালটি নিয়ে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশাসন। ফলে, সাম্প্রতিক মাসগুলোয় অনলাইন কনটেন্ট নিয়ে তদন্ত বেড়েছে দেশটিতে।
‘কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্ট’ নামে পরিচিত আইন লঙ্ঘনের অভিযোগে বছরের শুরুতেই ফেইসবুকের মালিক কোম্পানি মেটার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল মালয়েশিয়া সরকার। তবে, কোম্পানির সঙ্গে বৈঠকের পর ওই পরিকল্পনা থেকে সরে আসে দেশটি।