এএমসিএল প্রাণের নগদ ৩২% লভ্যাংশ অনুমোদন

আগের বছরেও একই লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2023, 01:03 PM
Updated : 28 Dec 2023, 01:03 PM

শেয়ারহোল্ডারদের ২০২২-২৩ হিসাববছরের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল প্রাণ)।

বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এবারের লভ্যাংশের পুরোটাই নগদ আকারে দেওয়া হবে। আগের বারও ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক আব্দুস সালাম, পরিচালক চৌধুরী আতিয়ুর রাসুল ও চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামীন, কোম্পানি সচিব মোহাম্মদ শরিফুল ইসলামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।