“আমরা যারা যে যে দায়িত্বে আছি, তারা ইতিবাচক ভূমিকা নিলে পুঁজিবাজারসহ অর্থনৈতিক উন্নয়ন হবে,” বলেন তিনি।
Published : 31 Mar 2023, 10:29 PM
পুঁজিবাজার ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
শুক্রবার ঢাকার পল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশের ভেতর বা বাইরে যেসব সমস্যা রয়েছে তা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের সকলে সম্মিলিত পজিটিভ প্রয়াসে এটা সম্ভব হবে।
“আমরা যারা যে যে দায়িত্বে আছি, তারা ইতিবাচক ভূমিকা নিলে পুঁজিবাজারসহ অর্থনৈতিক উন্নয়ন হবে।”
দেশকে সামনে এগিয়ে নিতে অনেক সুযোগ রয়েছে উল্লেখ করে অধ্যাপক শিবলী বলেন, “এখন দেশ-বিদেশের সবাই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। এই সুযোগটা আমাদের ছেড়ে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে বিদেশিদের উৎসাহ আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে।”
এদিন পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে আরও অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মুহাম্মাদ হাসান বাবু।
তিনি বলেন, “আমাদের বাজারে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। আমরা আরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত করার চেষ্টা করব।”
সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বিএসইসি এর কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও মিজানুর রহমান, ডিএসই এর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা, শাকিল রিজভী ও শরীফ আনোয়ার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও উপস্থিত ছিলেন।