সিকিউরিটিজ নীতিমালা অনুযায়ী, স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসাবে সার্বক্ষণিক নিট মূলধন থাকতে হবে কমপক্ষে এক লাখ টাকা, যা সাবভ্যালি সিকিউরিটিজের নেই।
Published : 14 Nov 2024, 01:19 AM
মূলধন ঋণাত্মক ও বিনিয়োগের বিপরীতে দেওয়া ঋণের অনুপাত অনেক বেশি হওয়ায় ব্রোকারেজ হাউজ সাবভ্যালি সিকিউরিটিজের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
আগামী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে কোনো ধরনের শেয়ার কেনাবেচা বা লেনদেনে অংশ নিতে পারবে না সাবভ্যালি সিকিউরিটিজ।
ব্রোকারেজ ও স্টক ডিলার– এই দুই ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বুধবার এ কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
সেখানে বলা হয়েছে, গত অক্টোবর শেষে সাবভ্যালি সিকিউরিটিজের হিসাবে মূলধন ঘাটতির পরিমাণ ছিল তিন কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকা।
সিকিউরিটিজ নীতিমালা অনুযায়ী, স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসাবে সার্বক্ষণিক নিট মূলধন থাকতে হবে কমপক্ষে এক লাখ টাকা, যা সাবভ্যালি সিকিউরিটিজের নেই।
অন্যদিকে অতিরিক্ত ঋণের কারণে বিনিয়োগের বিপরীতে কোম্পানির ঋণের অনুপাত হয়েছে ৯.৫৫: ২০, যেখানে সিকিউরটিজ নীতিমালা অনুযায়ী এ অনুপাত হওয়ার কথা ১:২।
মূলধন ঘাটতি পূরণ না করা পর্যন্ত সাবভ্যালি সিকিউরিটিজের ব্রোকার ও স্টক ডিলার কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে ডিএসই।
ঋণাত্মক মূলধনের কারণ জানতে সাবভ্যালি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-এলাহীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।