দরপতনে লেনদেনও কমলো পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনে রোববার সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 01:55 PM
Updated : 19 Sept 2021, 01:55 PM

আগের কয়েকদিনের মত একেবারে শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রধান পুঁজিবাজার ডিএসইতে শেয়ার লেনদেন শুরু হলেও তা বেশিক্ষণ বজায় থাকেনি। পৌনে এক ঘণ্টার মধ্যে সূচক হয়ে পড়ে নিম্নমুখী।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এসময় আগের দিন থেকে ১৪ পয়েন্ট কমে যায়। বেশিরভাগ শেয়ারের দাম কমলে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সূচক।

দিন শেষে আগের দিন থেকে ৩৬ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কমে ৭ হাজার ১৯১ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে ডিএসইএক্স সূচক।

সূচক কমেছে দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৫৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৯৮২ দশমিক ৮২ পয়েন্টে।

এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে লেনদেনও আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩৩ শতাংশ বা ১৩৭ কোটি ৫৪ লাখ টাকা কমে ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকার নেমেছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার শেয়ার লেনদেন হয় ২ হাজার ১৭১ কোটি ৩২ লাখ টাকার।

রোববার এ বাজারে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৬৫ শতাংশের দাম কমেছে। দর বেড়েছে ১০৬টির এবং কমেছে ২৪৪টির। অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৬ দশমিক ৮০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৫৫ দশমিক ৮১ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, আলিফ ম্যানুফেকচারিং, আইপিডিসি, ডোমিনেজ স্টিল, ইসলামিক ফাইন্যান্স, অ্যাক্টিভ ফাইন ও বিএটিবিসি।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

বিডি অটোকারস, আজিজ পাইপস, আমরা টেকনোলজি, ইউনিক হোটেল, রূপালী ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, মাইডাস ফাইন্যান্স, আমরা নেটওয়ার্ক,  কেডিএস এক্সেসরিজ ও সিভিওপিআরএল।

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানি

পপুলার লাইফ ফার্স্ট মিঃ ফাঃ, এবি ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, পিএইচপি ফার্স্ট মিঃ ফাঃ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, ফার্স্ট জনতা ব্যাংক মিঃ ফাঃ, ইবিএল ফার্স্ট মিঃ ফাঃ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, পেপার প্রসেসিং, মনস্পুল পেপার ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।

এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ২০ দশমিক ৮৯ শতাংশ বা ১৭ কোটি ৫৯ লাখ টাকা কমেছে। মোট ৬৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৪ কোটি ১৭ লাখ টাকা।