মার্জিন ঋণ বাড়াতে উদ্যোগ

আগের তুলনায় আরো বেশি মার্জিন ঋণ নিতে পারবে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2021, 06:06 AM
Updated : 14 August 2021, 06:06 AM

শুক্রবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স যদি ৮ হাজারের নিচে থাকে তাহলে একজন বিনিয়োগকারী ১ টাকার বিপরীতে ৮০ পয়সা মার্জিন ঋণ নিতে পারবেন।

ডিএসইএক্স ৮ হাজারের বেশি থাকলে একজন বিনিয়োগকারী ১ টাকার বিপরিতে ৫০ পয়সা মার্জিন ঋণ নিতে পারবেন।

আগের নিয়েমে ডিএসইএক্স ৭ হাজারের নিচে থাকলে একজন বিনিয়োগকারী ১ টাকার বিপরিতে ৮০ পয়সা মার্জিন ঋণ নিতে পারতেন।

আর ডিএসইএক্স ৮ হাজারের বেশি থাকলে একজন বিনিয়োগকারী ১ টাকার বিপরিতে ৫০ পয়সা মার্জিন ঋণ নিতে পারতেন।

পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগকে মার্জিন ঋণ বলা হয়।