‘জেড’ শ্রেণির ১২ কোম্পানি উঠে এল ‘এ’ ও ‘বি’তে

পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন বাড়াতে নেওয়া নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে বুধবার থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 02:04 PM
Updated : 2 Sept 2020, 02:25 PM

‘জেড’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত ১২টি কোম্পানিকে সরিয়ে ‘এ’ ও ‘বি’তে স্থানান্তর করা হয়েছে। ‘জেড’ শ্রেণির শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় ১০ দিন থেকে কমিয়ে ৪ দিন করা হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসিইসি) মঙ্গলবার চিঠি দিয়ে বাংলাদেশের দুই পুঁজিবাজারকে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়ার পর বুধবারই তা বাস্তবায়ন করেছে।

বিএসইসির সিদ্ধান্ত বাস্তাবায়ন শুরু হওয়ায় বুধবারে কেনা ‘জেড’ শ্রেণির শেয়ার বিনিয়োগকারীরা এখন বিক্রি করতে পারবেন সোমবার। আগে এই শ্রেণির শেয়ার কিনলে বিক্রি করতে পরের নয় কার্যদিবস অপেক্ষা করতে হত।

শ্রেণি পরিবর্তন

রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

সাফকো স্পিনিং লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

এ্যাপোলো ইস্পাত লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

জাহিন টেক্সটাইল লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

লিবরা ইনফিউশন লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

এবি ব্যাংককে ‘জেড’ ক্যাটাগরির থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির সংজ্ঞায় পরিবর্তন এনে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলও করা হয়েছিল।

নতুন নিয়মে কোনো কোম্পানি পরপর দুই বছর নগদ লভ্যাংশ দিতে ব্যর্থ হলে সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে যেতে হবে। আগে এক বছর লভ্যাংশ না দিলেই ‘জেড’ ক্যাটাগরিতে ফেলা হত।